পশ্চিমবঙ্গে কংগ্রেসকে কোনো ছাড় দেবেন না মমতা

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
পশ্চিমবঙ্গে কংগ্রেসকে কোনো ছাড় দেবেন না মমতা
ছবি: সংগৃহীত

আগামী এপ্রিল মাসেই লোকসভা নির্বাচন। এতে কেন্দ্রীয় জোট সঙ্গী কংগ্রেসকে পশ্চিমবঙ্গে কোনো সিটে ছাড় না দেয়ার ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভার মোট সংসদীয় আসন রয়েছে ৪২টি। ভারতের বিজেপিবিরোধী নির্বাচনী জোট ‘ইনডিয়া’র অন্যতম সদস্য তৃণমূলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী নির্বাচনে কংগ্রেস বা জোটের কোনো সঙ্গী দলকে এই ৪২টি আসনের কোনোটিতে ছাড় দেওয়া হবে না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে তৃণমূলের মুখপাত্র ডেরেকের বরাত দিয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ৪২টি সংসদীয় আসনে তৃণমূল একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া আসামের কয়েকটি আসন এবং মেঘালয়ের তুরায় একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। এখন পর্যন্ত এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

প্রসঙ্গত, পার্লামেন্ট নির্বাচন এগিয়ে আসায় জোটসঙ্গী ইনডিয়ার জোটসঙ্গীদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা শুরু করেছে জোটের বৃহত্তম দল কংগ্রেস। উত্তরপ্রদেশের রাজ্য সরকারে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি এবং পাঞ্জাব রাজ্য সরকারে ক্ষমতাসীন আম আদমি পার্টির সঙ্গে এ ইস্যুতে নিষ্পত্তিতেও পৌঁছেছে কংগ্রেস।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পশ্চিমবঙ্গে কংগ্রেসকে কোনো ছাড় দেবেন না মমতা

পশ্চিমবঙ্গে কংগ্রেসকে কোনো ছাড় দেবেন না মমতা
ছবি: সংগৃহীত

আগামী এপ্রিল মাসেই লোকসভা নির্বাচন। এতে কেন্দ্রীয় জোট সঙ্গী কংগ্রেসকে পশ্চিমবঙ্গে কোনো সিটে ছাড় না দেয়ার ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভার মোট সংসদীয় আসন রয়েছে ৪২টি। ভারতের বিজেপিবিরোধী নির্বাচনী জোট ‘ইনডিয়া’র অন্যতম সদস্য তৃণমূলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী নির্বাচনে কংগ্রেস বা জোটের কোনো সঙ্গী দলকে এই ৪২টি আসনের কোনোটিতে ছাড় দেওয়া হবে না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে তৃণমূলের মুখপাত্র ডেরেকের বরাত দিয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ৪২টি সংসদীয় আসনে তৃণমূল একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া আসামের কয়েকটি আসন এবং মেঘালয়ের তুরায় একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। এখন পর্যন্ত এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

প্রসঙ্গত, পার্লামেন্ট নির্বাচন এগিয়ে আসায় জোটসঙ্গী ইনডিয়ার জোটসঙ্গীদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা শুরু করেছে জোটের বৃহত্তম দল কংগ্রেস। উত্তরপ্রদেশের রাজ্য সরকারে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি এবং পাঞ্জাব রাজ্য সরকারে ক্ষমতাসীন আম আদমি পার্টির সঙ্গে এ ইস্যুতে নিষ্পত্তিতেও পৌঁছেছে কংগ্রেস।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত