জিএম কাদেরের নেতৃত্বে আমরাই মূল জাতীয় পার্টি : চুন্নু

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
জিএম কাদেরের নেতৃত্বে আমরাই মূল জাতীয় পার্টি : চুন্নু
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (একাংশ) জাতীয় সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ। এতে মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ।

শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দশম জাতীয় সম্মেলনের আয়োজন করে রওশনের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

তবে রওশন এরশাদের অনুসারীদের এই সম্মেলনেক দলের গঠনতন্ত্র বিরোধী বলে উল্লেখ করেছেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক (চুন্নু)।

জিএম কাদেরের নেতৃত্বে তাদের জাতীয় পার্টি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে চুন্নু সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “আরেকটি ব্রাকেটবন্দী দল হতে পারে। কিন্তু জিএম কাদেরের নেতৃত্বে আমরাই মূল জাতীয় পার্টি।”

এই সম্মেলনের মধ্য দিয়ে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি প্রথমবারের বড় ধরনের ভাঙনের মুখে পড়লো। ওশন এরশাদ দলের জিএম কাদের অংশের চিফ প্যাট্টনের দায়িত্বে ছিলেন।

যদিও জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপা মহাসচিব মুজিবুল হক জানান, তারা অন্য অংশের তৎপরতাকে গুরুত্ব দিচ্ছেন না।

জাপার দুই শীর্ষ নেতা রওশন এরশাদ ও জিএম কাদেরের দ্বন্দ্ব বেশ পুরোনো। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন থেকে বাদ পড়ায় শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হন রওশন এরশাদের অনুসারী নেতারা।

অন্যদিকে, “ছেলে সাদ এরশাদকে রংপুরে মনোনয়ন না দেওয়ায়” রওশন এরশাদ নির্বাচন থেকে বিরত থাকেন। এর জেরে দলটিতে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জিএম কাদেরের নেতৃত্বে আমরাই মূল জাতীয় পার্টি : চুন্নু

জিএম কাদেরের নেতৃত্বে আমরাই মূল জাতীয় পার্টি : চুন্নু
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (একাংশ) জাতীয় সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ। এতে মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ।

শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দশম জাতীয় সম্মেলনের আয়োজন করে রওশনের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

তবে রওশন এরশাদের অনুসারীদের এই সম্মেলনেক দলের গঠনতন্ত্র বিরোধী বলে উল্লেখ করেছেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক (চুন্নু)।

জিএম কাদেরের নেতৃত্বে তাদের জাতীয় পার্টি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে চুন্নু সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “আরেকটি ব্রাকেটবন্দী দল হতে পারে। কিন্তু জিএম কাদেরের নেতৃত্বে আমরাই মূল জাতীয় পার্টি।”

এই সম্মেলনের মধ্য দিয়ে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি প্রথমবারের বড় ধরনের ভাঙনের মুখে পড়লো। ওশন এরশাদ দলের জিএম কাদের অংশের চিফ প্যাট্টনের দায়িত্বে ছিলেন।

যদিও জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপা মহাসচিব মুজিবুল হক জানান, তারা অন্য অংশের তৎপরতাকে গুরুত্ব দিচ্ছেন না।

জাপার দুই শীর্ষ নেতা রওশন এরশাদ ও জিএম কাদেরের দ্বন্দ্ব বেশ পুরোনো। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন থেকে বাদ পড়ায় শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হন রওশন এরশাদের অনুসারী নেতারা।

অন্যদিকে, “ছেলে সাদ এরশাদকে রংপুরে মনোনয়ন না দেওয়ায়” রওশন এরশাদ নির্বাচন থেকে বিরত থাকেন। এর জেরে দলটিতে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত