হ্যামস্ট্রিংয়ের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল থেকে ছিটকে গেছেন তানজীম হাসান সাকিব। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে পেসার হাসান মাহমুদকে। যিনি হাসান ঢাকা প্রিমিয়ার লিগে খেলছিলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে।
এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন, ‘তানজীম তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যাথা ও অস্বস্তি অনুভব করছেন। আজকের অনুশীলনে ভালো অনুভব করেনি। আগামীকালের ম্যাচের জন্য সে ফিট নয়।’
তানজীমের ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা। প্রথম ওয়ানডেতে জয়ে অবদান রাখেন গুরুত্বপূর্ণ সময়ে ৩ উইকেট নিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে জ্বলে উঠলেও বল হাতে ছিলেন নিস্প্রভ। আগামীকাল চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে বাংলাদেশ।