তাইওয়ানের আশপাশে ২৪ ঘণ্টার মধ্যে চীনের ৩৬টি সামরিক বিমান শনাক্ত করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।
সাম্প্রতিক সময়ে ইউরোপে তাইওয়ানের রাজনৈতিক প্রচারের প্রতিক্রিয়ায় এতো বিমান সেখানে ঘোরাঘুরি করে থাকতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
তাইওয়ানের নির্বাচনের পরে এটিই সবচেয়ে বেশি বিমান শনাক্তের ঘটনা।
গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে বেইজিং। স্বশাসিত দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য শক্তি প্রয়োগের চেষ্টা কখনোই ছাড়েনি বেইজিং।
এ বছরের ১৩ জানুয়ারি তাইওয়ানে নির্বাচনে আগের প্রেসিডেন্ট লাই চিং-তে পুনর্নির্বাচিত হন। তাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী অভিহিত করে থাকে চীন। লাইকে নিয়ে বেইজিং বলেছিল, তিনি নির্বাচিত হলে যুদ্ধ ও পতন ডেকে আনতে পারেন।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৩৬টি চীনা সামরিক বিমান তাইওয়ানের আশপাশে দেখা গেছে। এরমধ্যে কয়েকটি ‘‘তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে’’।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।