বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি করে পাচারকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক তিনজন হলেন- খুলনার দাকোপ উপজেলার ওড়াবুনিয়া এলাকার হাবিবুর রহমান সরদার, লিটন বিশ্বাস ও বাগেরহাটের মোরেলগঞ্জের পশ্চিম সরালিয়া এলাকার মো. রাসেল হাওলাদার।
রামপাল থানার ওসি সোমেন দাস তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (২৫ মার্চ) রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এএইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকা থেকে তার পাচারের চেষ্টা করছিল ওই তিনজন। এ সময় তাদের কাছে থাকা ২৪ কেজি তারসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।