হলিউডের তরুণ অভিনেতা চান্স পেরডোমা মারা গেছেন। গত ৩০ মার্চ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ বছর বয়সী এই ব্রিটিশ-মার্কিন অভিনেতা। চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম এ খবর প্রকাশ করেছে।
চান্স পেরডোমার মুখপাত্র ভ্যারাইটিকে একটি বিবৃতি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, খুব অসময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চান্স পেরডোমা মারা গেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত নন।
১৯৯৬ সালের ২০ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন চান্স পেরডোমা। আইনজীবী হওয়ার ইচ্ছে ছিল তার। তবে অভিনয়ের প্রতিও অনুরাগ ছিল। সময়ের সঙ্গে অনুরাগ ভালোবাসায় পরিণত হয়। সর্বশেষ অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন।