জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রাম থেকে ৩টি ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি মো. ইলিয়াস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১ এপ্রিল) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইলিয়াস পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ইলিয়াস একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখতেন। যেন কেউ তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের ব্যাপারে মুখ খুলতে না পারেন। এ ছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে পাঁচবিবি এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার রামভদ্রপুর গ্রাম থেকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে তার নিকট থেকে ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। ইতিপূর্বে ইলিয়াসের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।