মরে গেলেও রাজকে দেখতে যাব না: পরীমণি

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মরে গেলেও রাজকে দেখতে যাব না: পরীমণি
ছবি: সংগৃহীত

আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণি। গত বছর দুজনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এরপর তাদের মুখ দেখাদেখি বন্ধ।

এবার রাজকে নিয়ে কঠিন কথা শোনালেন পরী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরী জানান, সাবেক স্বামীর প্রতি তার এতটাই অনাগ্রহ, যাতে তার মৃত্যুর পরও নাকি আর দেখতে যাবেন না।

পরীমণিকে প্রশ্ন করা হয়- কখনো মনে হয়, ছেলের জন্য শরিফুলকে আরও একটা সুযোগ দেবেন? জবাবে পরী বলেন, ‘নামই মুখে আনতে চাই না। এত ঘৃণা ওর প্রতি। কোনোদিন মরে গেলেও দেখতে যাব না। যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ, যে আমার কাছে ছিল, সে আরও আগে মরে গিয়েছিল। সেই মৃতদেহটা দেখেছি। আসলে মানুষটা আমার কাছে ‘ডেড’।

প্রেমে বিশ্বাসী কি না কিংবা আর কখনো বিয়ে করবেন কি না, জবাবে নায়িকা বলেন, ‘নাহ। আর প্রেমে বিশ্বাস নেই। জীবন থেকে উড়ে গিয়েছে। আমার ছেলেই আমার জীবনের একমাত্র প্রেম। ওর হাসি, কান্না সবকিছুতেই ভালোবাসা আছে। ওর আর আমার মাঝে কোনো সংশয় নেই। ও শুধু আমার।’

বর্তমানে ঢাকারই সিনেমার আলোচিত ও বিতর্কিত এই নায়িকা কলকাতায় ‘ফেলু বক্সী’ শিরোনামে একটি সিনেমার শুটিং করছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মরে গেলেও রাজকে দেখতে যাব না: পরীমণি

মরে গেলেও রাজকে দেখতে যাব না: পরীমণি
ছবি: সংগৃহীত

আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণি। গত বছর দুজনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এরপর তাদের মুখ দেখাদেখি বন্ধ।

এবার রাজকে নিয়ে কঠিন কথা শোনালেন পরী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরী জানান, সাবেক স্বামীর প্রতি তার এতটাই অনাগ্রহ, যাতে তার মৃত্যুর পরও নাকি আর দেখতে যাবেন না।

পরীমণিকে প্রশ্ন করা হয়- কখনো মনে হয়, ছেলের জন্য শরিফুলকে আরও একটা সুযোগ দেবেন? জবাবে পরী বলেন, ‘নামই মুখে আনতে চাই না। এত ঘৃণা ওর প্রতি। কোনোদিন মরে গেলেও দেখতে যাব না। যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ, যে আমার কাছে ছিল, সে আরও আগে মরে গিয়েছিল। সেই মৃতদেহটা দেখেছি। আসলে মানুষটা আমার কাছে ‘ডেড’।

প্রেমে বিশ্বাসী কি না কিংবা আর কখনো বিয়ে করবেন কি না, জবাবে নায়িকা বলেন, ‘নাহ। আর প্রেমে বিশ্বাস নেই। জীবন থেকে উড়ে গিয়েছে। আমার ছেলেই আমার জীবনের একমাত্র প্রেম। ওর হাসি, কান্না সবকিছুতেই ভালোবাসা আছে। ওর আর আমার মাঝে কোনো সংশয় নেই। ও শুধু আমার।’

বর্তমানে ঢাকারই সিনেমার আলোচিত ও বিতর্কিত এই নায়িকা কলকাতায় ‘ফেলু বক্সী’ শিরোনামে একটি সিনেমার শুটিং করছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।