পরীমণির চাওয়া ‘কলকাতায় ছয় মাস, বাংলাদেশে ছয় মাস’

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
পরীমণির চাওয়া ‘কলকাতায় ছয় মাস, বাংলাদেশে ছয় মাস’

টালিউডে কাজ করা নিয়ে উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। এ ইন্ডাস্ট্রিতে তার প্রথম সিনেমা ‘‘ফেলুবক্সী’’। সেখানেই দারুণ ব্যস্ত অভিনেত্রী। জানালেন, টালিউডে কাজ করতে চান তিনি। এজন্য কলকাতায় ছয় মাস, বাংলাদেশে ছয় মাস করতে চান তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

টালিউডে প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নায়িকা বলেন, ‘‘প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানো। নিজের যেই চরিত্রটা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো, সেই চরিত্রটাকে দেখা। এক্সাইটেড! সিনেমার শুধু লাবণ্য চরিত্রটা নিয়ে বলা যাবে, বাকি কিছুই বলা যাবে না। গল্পটা একটা থ্রিল। এটা একটু থ্রিলই থাকুক। চরিত্রটা লোভনীয় বলেই করেছি।’’

এ জন্য সিনেমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান ও সোহমের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘কেবল তো শুরু হলো। অভিজ্ঞতা তেমন কিছু এখনো হয়নি। আরও পাঁচ-সাত দিন যাক, তারপর শেয়ার করতে পারব।’’

তিনি জানান, তার পছন্দের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা, মিসির আলী। ছেলে পদ্মকে সময় দেওয়ার বাইরে যতটুকু সময় পাচ্ছেন, সেই সময়ে শুটিং করছেন নায়িকা।

আসন্ন ‘‘রঙ্গিলা কিতাব’’ সিনেমা নিয়ে পরীমণি বলেন, ‘‘হয় না যে কোনো একটা চরিত্রের জন্য মুখিয়ে থাকা? ঠিক তেমনই আমিও মুখিয়ে আছি ‘রঙ্গিলা কিতাব’ নিয়ে। কখন আসলে ‘রঙ্গিলা কিতাব’–এ আমি আমাকে দেখব। এটার জন্য সবার মতো আমিও অপেক্ষা করছি।’’

টালিউডে কাজ করা প্রসঙ্গে উচ্ছ্বসিত পরীমনি বলেন, ‘‘আমি তো খুব চাই এখানে কাজ করতে। কলকাতায় ছয় মাস, বাংলাদেশে ছয় মাস।’’

‘‘ফেলুবক্সী’’ সিনেমায় পরীমনির বিপরীতে গোয়েন্দা চরিত্রে আছেন টালিউডের জনপ্রিয় নায়ক সোহম। পাশাপাশি ছবিতে আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারও।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পরীমণির চাওয়া ‘কলকাতায় ছয় মাস, বাংলাদেশে ছয় মাস’

পরীমণির চাওয়া ‘কলকাতায় ছয় মাস, বাংলাদেশে ছয় মাস’

টালিউডে কাজ করা নিয়ে উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। এ ইন্ডাস্ট্রিতে তার প্রথম সিনেমা ‘‘ফেলুবক্সী’’। সেখানেই দারুণ ব্যস্ত অভিনেত্রী। জানালেন, টালিউডে কাজ করতে চান তিনি। এজন্য কলকাতায় ছয় মাস, বাংলাদেশে ছয় মাস করতে চান তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

টালিউডে প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নায়িকা বলেন, ‘‘প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানো। নিজের যেই চরিত্রটা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো, সেই চরিত্রটাকে দেখা। এক্সাইটেড! সিনেমার শুধু লাবণ্য চরিত্রটা নিয়ে বলা যাবে, বাকি কিছুই বলা যাবে না। গল্পটা একটা থ্রিল। এটা একটু থ্রিলই থাকুক। চরিত্রটা লোভনীয় বলেই করেছি।’’

এ জন্য সিনেমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান ও সোহমের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘কেবল তো শুরু হলো। অভিজ্ঞতা তেমন কিছু এখনো হয়নি। আরও পাঁচ-সাত দিন যাক, তারপর শেয়ার করতে পারব।’’

তিনি জানান, তার পছন্দের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা, মিসির আলী। ছেলে পদ্মকে সময় দেওয়ার বাইরে যতটুকু সময় পাচ্ছেন, সেই সময়ে শুটিং করছেন নায়িকা।

আসন্ন ‘‘রঙ্গিলা কিতাব’’ সিনেমা নিয়ে পরীমণি বলেন, ‘‘হয় না যে কোনো একটা চরিত্রের জন্য মুখিয়ে থাকা? ঠিক তেমনই আমিও মুখিয়ে আছি ‘রঙ্গিলা কিতাব’ নিয়ে। কখন আসলে ‘রঙ্গিলা কিতাব’–এ আমি আমাকে দেখব। এটার জন্য সবার মতো আমিও অপেক্ষা করছি।’’

টালিউডে কাজ করা প্রসঙ্গে উচ্ছ্বসিত পরীমনি বলেন, ‘‘আমি তো খুব চাই এখানে কাজ করতে। কলকাতায় ছয় মাস, বাংলাদেশে ছয় মাস।’’

‘‘ফেলুবক্সী’’ সিনেমায় পরীমনির বিপরীতে গোয়েন্দা চরিত্রে আছেন টালিউডের জনপ্রিয় নায়ক সোহম। পাশাপাশি ছবিতে আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারও।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।