মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে হুমাইরা আক্তার নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মদিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমাইরা সদর উপজেলার নাহাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরিফের সামনের সড়কে হুমাইরাকে নিয়ে দাঁড়িয়ে ছিল তার মা হাবিবা বেগম। এ সময় রামসিংগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা হাবিবা বেগমকে ধাক্কা দেয়। এতে শিশুটি তাঁর কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় হুমাইরাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক আবদুল হাকিম বলেন, এ ঘটনায় অটোরিকশাচালক মাহবুব মৃধা (১৭) ও তার সঙ্গী মো. তুষারকে আটক করা হয়েছে। দুজনেই পুলিশি হেফাজতে আছে। নিহত শিশুর লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে হুমাইরা আক্তার নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মদিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমাইরা সদর উপজেলার নাহাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরিফের সামনের সড়কে হুমাইরাকে নিয়ে দাঁড়িয়ে ছিল তার মা হাবিবা বেগম। এ সময় রামসিংগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা হাবিবা বেগমকে ধাক্কা দেয়। এতে শিশুটি তাঁর কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় হুমাইরাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক আবদুল হাকিম বলেন, এ ঘটনায় অটোরিকশাচালক মাহবুব মৃধা (১৭) ও তার সঙ্গী মো. তুষারকে আটক করা হয়েছে। দুজনেই পুলিশি হেফাজতে আছে। নিহত শিশুর লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত