কারিতাসের উদ্যোগে রাঙ্গামাটির রাজস্থলীতে ত্যাগ ও সেবা অভিযান

মোঃ হাবীবুল্লাহ মিসবাহ স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি
কারিতাসের উদ্যোগে রাঙ্গামাটির রাজস্থলীতে ত্যাগ ও সেবা অভিযান
ছবি: প্রতিনিধি

“স্রষ্টার আহ্বানে সাড়া দেই, দুঃখী মানুষের পাশে দাঁড়াই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কারিতাস রাজস্থলী শাখার উদ্যোগে ত্যাগ ও সেবা অভিযান ২০২৪ পালন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকালে কারিতাস রাজস্থলী উপজেলা অফিসে এই ত্যাগ ও সেবা অভিযান পালন করা হয়।

বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের অংশগ্রহণে (ইসলাম, খ্রিষ্টান, হিন্দু এবং বৌদ্ধ) এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। ধর্মীয় গুরু বৃন্দ তাঁদের নিজস্ব ধর্মীয় গ্রন্থ থেকে দানের বিষয়ে সকল মানুষকে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, অন্যকে দান করলে ধন সম্পদ কখনো কমে যায় না বরং বৃদ্ধি পায়। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে নয় প্রতিটি ভালো কাজই হলো এক একটি দান। এজন্য আমাদের সকলেরই উচিত অসহায় এবং সামর্থ্যহীনদের যথাসাধ্য দান করা।

এতে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস উপজেলার মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা। ধর্মীয় গ্রন্থ থেকে আলোচনা করেন রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব হাফেজ জাহিদুল ইসলাম, কুক্যাছড়ি পাপ্টিস্ট চার্চ এর পাষ্টার পাইথুইতাং খিয়াং, রাজস্থলী ভানা কেন্দ্রের বৌদ্ধ ভিক্ষু ধাইম্মাসারা ভিক্ষু এবং রাজস্থলী হরি মন্দিরের সহকারী পুরোহিত জয় চক্রবর্তী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কারিতাসের সকল কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাসের রাজস্থলী শাখার মাঠসহকারী রবিউল ইসলাম।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কারিতাসের উদ্যোগে রাঙ্গামাটির রাজস্থলীতে ত্যাগ ও সেবা অভিযান

কারিতাসের উদ্যোগে রাঙ্গামাটির রাজস্থলীতে ত্যাগ ও সেবা অভিযান
ছবি: প্রতিনিধি

“স্রষ্টার আহ্বানে সাড়া দেই, দুঃখী মানুষের পাশে দাঁড়াই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কারিতাস রাজস্থলী শাখার উদ্যোগে ত্যাগ ও সেবা অভিযান ২০২৪ পালন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকালে কারিতাস রাজস্থলী উপজেলা অফিসে এই ত্যাগ ও সেবা অভিযান পালন করা হয়।

বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের অংশগ্রহণে (ইসলাম, খ্রিষ্টান, হিন্দু এবং বৌদ্ধ) এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। ধর্মীয় গুরু বৃন্দ তাঁদের নিজস্ব ধর্মীয় গ্রন্থ থেকে দানের বিষয়ে সকল মানুষকে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, অন্যকে দান করলে ধন সম্পদ কখনো কমে যায় না বরং বৃদ্ধি পায়। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে নয় প্রতিটি ভালো কাজই হলো এক একটি দান। এজন্য আমাদের সকলেরই উচিত অসহায় এবং সামর্থ্যহীনদের যথাসাধ্য দান করা।

এতে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস উপজেলার মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা। ধর্মীয় গ্রন্থ থেকে আলোচনা করেন রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব হাফেজ জাহিদুল ইসলাম, কুক্যাছড়ি পাপ্টিস্ট চার্চ এর পাষ্টার পাইথুইতাং খিয়াং, রাজস্থলী ভানা কেন্দ্রের বৌদ্ধ ভিক্ষু ধাইম্মাসারা ভিক্ষু এবং রাজস্থলী হরি মন্দিরের সহকারী পুরোহিত জয় চক্রবর্তী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কারিতাসের সকল কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাসের রাজস্থলী শাখার মাঠসহকারী রবিউল ইসলাম।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত