অবৈধ ৫,৭০০ অভিবাসীকে রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
অবৈধ ৫,৭০০ অভিবাসীকে রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

অবৈধ ৫,৭০০ অভিবাসীকে রুয়ান্ডা পাঠিয়ে দিতে যাচ্ছে যুক্তরাজ্য। সম্প্রতি এ সংক্রান্ত একটি আইন পাশ করার পর অভিবাসীদের সংখ্যা প্রকাশ্যে আসে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুয়ান্ডা নীতিগতভাবে ইতিমধ্যেই যুক্তরাজ্যে ৫,৭০০ অভিবাসীকে গ্রহণ করতে সম্মত হয়েছে।

অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর লক্ষ্যে ২০২২ সালের এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে ২৭২ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে যুক্তরাজ্য। চুক্তির আওতায় পাঁচ বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা।

এরইমধ্যে চুক্তির আওতায় রুয়ান্ডার অর্থনৈতিক উন্নয়নে ২২ কোটি পাউন্ড পরিমাণ অর্থ পরিশোধ করেছে যুক্তরাজ্য। এ ছাড়া বছরে ৫ কোটি পাউন্ড করে আগামী ৩ বছরে অতিরিক্ত ১৫ কোটি পাউন্ড পরিশোধের কথা আছে।

স্বাস্থ্য সচিব ভিক্টোরিয়া অ্যাটকিনস মঙ্গলবার বলেন, ‘‘আমরা দ্রুতই কাজটি শেষ করতে পারব।’’

পাস হওয়া বিলটিতে রুয়ান্ডাকে অভিবাসনপ্রত্যাশীদের জন্য নিরাপদ দেশ হিসেবে উল্লেখ করে সুনাক বলেন, ‘‘১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ফ্লাইটগুলো রুয়ান্ডার উদ্দেশে রওনা করবে।’’

তবে বিশেষজ্ঞদের ধারণা এই ক্ষেত্রে আইনি এবং লজিস্টিক জটিলতা দেখা দিতে পারে।

রুয়ান্ডার সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘‘যুক্তরাজ্য থেকে আসা আশ্রয়প্রার্থীরা রুয়ান্ডায় কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে চাকরি করার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হল বিশ্বব্যাংক বলছে ২০২৩ সালের তথ্য মতে দেশটিতে বেতারত্বের হার ১৫% যাদের মধ্য তরুণদের বেতারত্বের হার ২০%-এর বেশি।’’

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি মনে করেন, ‘‘অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় আসা বন্ধ করতে এই বিল পাস হওয়াটা যুগান্তকারী মুহূর্ত।’’

তিনি বলেন, ‘‘আমি প্রথম ফ্লাইটের পথ পরিষ্কার করতে যা যা প্রয়োজন, তা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটাই আমরা করেছি। এখন ফ্লাইটগুলো যেন রওনা করতে পারে, তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।’’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অবৈধ ৫,৭০০ অভিবাসীকে রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য

অবৈধ ৫,৭০০ অভিবাসীকে রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

অবৈধ ৫,৭০০ অভিবাসীকে রুয়ান্ডা পাঠিয়ে দিতে যাচ্ছে যুক্তরাজ্য। সম্প্রতি এ সংক্রান্ত একটি আইন পাশ করার পর অভিবাসীদের সংখ্যা প্রকাশ্যে আসে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুয়ান্ডা নীতিগতভাবে ইতিমধ্যেই যুক্তরাজ্যে ৫,৭০০ অভিবাসীকে গ্রহণ করতে সম্মত হয়েছে।

অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর লক্ষ্যে ২০২২ সালের এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে ২৭২ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে যুক্তরাজ্য। চুক্তির আওতায় পাঁচ বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা।

এরইমধ্যে চুক্তির আওতায় রুয়ান্ডার অর্থনৈতিক উন্নয়নে ২২ কোটি পাউন্ড পরিমাণ অর্থ পরিশোধ করেছে যুক্তরাজ্য। এ ছাড়া বছরে ৫ কোটি পাউন্ড করে আগামী ৩ বছরে অতিরিক্ত ১৫ কোটি পাউন্ড পরিশোধের কথা আছে।

স্বাস্থ্য সচিব ভিক্টোরিয়া অ্যাটকিনস মঙ্গলবার বলেন, ‘‘আমরা দ্রুতই কাজটি শেষ করতে পারব।’’

পাস হওয়া বিলটিতে রুয়ান্ডাকে অভিবাসনপ্রত্যাশীদের জন্য নিরাপদ দেশ হিসেবে উল্লেখ করে সুনাক বলেন, ‘‘১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ফ্লাইটগুলো রুয়ান্ডার উদ্দেশে রওনা করবে।’’

তবে বিশেষজ্ঞদের ধারণা এই ক্ষেত্রে আইনি এবং লজিস্টিক জটিলতা দেখা দিতে পারে।

রুয়ান্ডার সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘‘যুক্তরাজ্য থেকে আসা আশ্রয়প্রার্থীরা রুয়ান্ডায় কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে চাকরি করার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হল বিশ্বব্যাংক বলছে ২০২৩ সালের তথ্য মতে দেশটিতে বেতারত্বের হার ১৫% যাদের মধ্য তরুণদের বেতারত্বের হার ২০%-এর বেশি।’’

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি মনে করেন, ‘‘অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় আসা বন্ধ করতে এই বিল পাস হওয়াটা যুগান্তকারী মুহূর্ত।’’

তিনি বলেন, ‘‘আমি প্রথম ফ্লাইটের পথ পরিষ্কার করতে যা যা প্রয়োজন, তা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটাই আমরা করেছি। এখন ফ্লাইটগুলো যেন রওনা করতে পারে, তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।’’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত