ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল :সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল :সাইফউদ্দিন
ছবি: সংগৃহীত

‘‘এর আগে আন্তর্জাতিক অনেক ম্যাচ খেলেছি, তখন নার্ভাস ছিলাম না। সত্যি বলতে আজকে আমি অনেক নার্ভাস ছিলাম,’’ এভাবেই নিজের চিন্তার কথা জানিয়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

শুক্রবার (৩ এপ্রিল) জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে দারুণ পারফর্ম করার পর সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

জাতীয় দলের হয়ে নিজের প্রত্যাবর্তন ম্যাচ দারুণ বোলিং করলেও মাঠে নামার আগে ভীষণ স্নায়ুচাপে ছিলেন সাইফউদ্দিন।

ম্যাচ শেষে ডানহাতি পেস অলরাউন্ডার বলেন, ‘‘সত্যি বলতে আজকে আমি অনেক নার্ভাস ছিলাম। যদিও এর আগে আন্তর্জাতিক অনেক ম্যাচ খেলেছি, তখন নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। হয়ত এক দুই ম্যাচ পরে ফিজ (মোস্তাফিজ) আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কী হবে না হবে, ম্যানেজমেন্ট ভালো জানে। চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি ভালোটা দেওয়ার। আরও চারটা ম্যাচ আছে, চেষ্টা থাকবে এই পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার।’’

তিনি বলেন, ‘‘যেহেতু অলমোস্ট ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলাম। আমার জন্য কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপ দলে সুযোগ পেতে চাই তাহলে আমার জন্য এই পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগেও ২০২১-২০২২ সালে বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের ঘাটতির কারণে। সেজন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম, চাচ্ছিলাম পারফর্ম করতে।’’

শুক্রবার ৪ ওভার বল করে ১৫ রানে ৩ উইকেট নেন সাইফউদ্দিন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল :সাইফউদ্দিন

ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল :সাইফউদ্দিন
ছবি: সংগৃহীত

‘‘এর আগে আন্তর্জাতিক অনেক ম্যাচ খেলেছি, তখন নার্ভাস ছিলাম না। সত্যি বলতে আজকে আমি অনেক নার্ভাস ছিলাম,’’ এভাবেই নিজের চিন্তার কথা জানিয়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

শুক্রবার (৩ এপ্রিল) জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে দারুণ পারফর্ম করার পর সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

জাতীয় দলের হয়ে নিজের প্রত্যাবর্তন ম্যাচ দারুণ বোলিং করলেও মাঠে নামার আগে ভীষণ স্নায়ুচাপে ছিলেন সাইফউদ্দিন।

ম্যাচ শেষে ডানহাতি পেস অলরাউন্ডার বলেন, ‘‘সত্যি বলতে আজকে আমি অনেক নার্ভাস ছিলাম। যদিও এর আগে আন্তর্জাতিক অনেক ম্যাচ খেলেছি, তখন নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। হয়ত এক দুই ম্যাচ পরে ফিজ (মোস্তাফিজ) আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কী হবে না হবে, ম্যানেজমেন্ট ভালো জানে। চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি ভালোটা দেওয়ার। আরও চারটা ম্যাচ আছে, চেষ্টা থাকবে এই পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার।’’

তিনি বলেন, ‘‘যেহেতু অলমোস্ট ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলাম। আমার জন্য কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপ দলে সুযোগ পেতে চাই তাহলে আমার জন্য এই পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগেও ২০২১-২০২২ সালে বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের ঘাটতির কারণে। সেজন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম, চাচ্ছিলাম পারফর্ম করতে।’’

শুক্রবার ৪ ওভার বল করে ১৫ রানে ৩ উইকেট নেন সাইফউদ্দিন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত