ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী শিমুল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ প্রদাণ করেন। শিমুল বিশ্বাস উপজেলার উত্তর বেলাট দৌলতপুর গ্রামের সমির বিশ্বাসের ছেলে।
রায়ের বিবরণে জানা যায়, ২০১৩ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখ ভোর রাতে শিমুল বিশ্বাস পারিবারিক বিরোধে তার স্ত্রী শম্পা খাতুনকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এই ঘটনায় ওই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় শিমুল বিশ্বাস সহ ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্ত শেষে চুড়ান্ত চার্জশীট দেয় পুলিশ। এই চার্জশীট ও স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে চুড়ান্ত শুনানী শেষে আদালত আজ শিমুল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। এছাড়া মামলার বাকি দুই আসামীকে বেকসুর খালাশ প্রদান করা হয়।
ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের এ্যাড. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।