নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রায়হান শিকদার (১৮) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। গতরাত সাড়ে ১১টার দিকে চিত্র নদীর দলজিতপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিখোঁজ রায়হান শিকদার উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে। সে নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদরাসার কওমি বিভাগের ছাত্র ছিল।
রাহানের মামা মামুন জানান,শনিবার (১১ মে) দুপুরে মাদরাসা থেকে রায়হান মামা বাড়ি ধোন্দায় বেড়াতে এসেছিল। রায়হান খেলাধুলা পছন্দ করায় মামা বাড়ি এসেই মামার গেঞ্জি গায়ে জড়িয়ে বাড়ির পাশে মাঠে স্থানীয় ছেলের সাথে ফুটবল খেলতে শুরু করে। খেলা শেষে রায়হান তাদের সাথে পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে নামে । তবে সে ভালো করে সাঁতার জানতো না। সে একটি কলা গাছের অংশ বুকে নিয়ে ভেসে ভেসে গোসল করছিল। পরে হঠাৎ তার সঙ্গীরা দেখে রায়হান তাদের আশে পাশে নেই। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান পায়নি। পরে নড়াইল ফায়ার সার্ভিস কে জানানো হয়।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন,খুলনা বিভাগে একটি মাত্র ডুবুরি ইউনিট। তারা তখন বাগেরহাটের রামপালে পশুর নদীতে কাজ করছিল । সেখান থেকে রাতে রওনা দিয়ে নড়াইলে পৌঁছেই রাত ১০টায়। ওই রাতে তখন তারা অভিযান পরিচালনা করে সাড়ে ১১টার দিকে দলজিতপুর নামক স্থানের চিত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল ।