মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি গাজায় আটক জিম্মিদের মুক্তি দেয় তাহলে আগামীকাল (রোববার) ‘যুদ্ধবিরতি’ হতে পারে। শনিবার সিয়াটলে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
বাইডেন বলেছেন, ‘আমি যেমন বলেছি, এটি হামাসের উপর নির্ভর করে – যদি তারা এটি করতে চায় তবে আমরা আগামীকাল এটি শেষ করতে পারতাম। এবং যুদ্ধবিরতি আগামীকাল শুরু হবে।’
গাজায় জিম্মি পাঁচ আমেরিকানের পরিবার শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সাথে দেখা করেছেন।
ইসরায়েল ও হামাসের আলোচনাকারী দল চলতি সপ্তাহের শুরুতে কোনো চুক্তি ছাড়াই কায়রো ছেড়েছে।
হামাস জানিয়েছে, কায়রোতে আলোচনায় মধ্যস্থতাকারীদের পেশ করা যুদ্ধবিরতি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি আলোচনায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছে হামাস।
ইসরায়েল জানিয়েছে, হামাস পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না। এমনকি সব জিম্মি মুক্তি পেলেও তারা রাফাহ আক্রমণ থেকে সরে আসবে না।