এস এস সি পরীক্ষায়-২০২৪ সালের যশোর শিক্ষা বোর্ডের অধীনে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে মরিয়ম বিনতে মেহেদী জিপিএ ৫ পেয়েছে।
মরিয়ম বিনতে মেহেদী আইনজীবী হতে চায়। পিতা মিয়া মোহাম্মদ মেহেদী হাসান একজন ব্যবসায়ী । মাতা মোসাঃ তাসমিনা জাহান গৃহিনী। মরিয়ম বলেন,স্কুলের শিক্ষক ,অভিভাবক ও পরিবারের সদস্যদের দোয়া ও নিজের চেষ্টায় সে ভাল ফলাফল করতে পেরেছে । মরিয়ম সকলের কাছে দোয়া কামনা করেছে।