সার্জিও বুস্কেটস পরবর্তী সময়ে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে ভুগছে বার্সেলোনা। গত বছর জিরোনা থেকে অরিওল রোমেউকে এনে কাজ চালানোর চেষ্টা করেছিলেন কোচ জাভি হার্নান্দেজ। লাভ খুব একটা হয়নি। এবার রিয়াল বেটিসের আর্জেন্টাইন মিডফিল্ডার গুইডো রদ্রিগেজকে দলে টানছে কাতালানরা।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় আসছেন গুইডো। সঙ্গে থাকবে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ। ক্লাব কর্তৃপক্ষ এবং কোচ তাকে আনার বিষয়ে সম্মতি দিয়েছে।
এ মৌসুমে ডিফেন্সিভ মিডে ভালোই ভুগেছে বার্সেলোনা। বাধ্য হয়ে জাভি সেন্টারব্যাক আন্দ্রেস ক্রিস্টেনসেনকে খেলিয়েছেন মাঝমাঠে। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য গুইডো হতে পারেন জাভির ভরসা।
বহুদিন ধরেই ক্লাবের খেলার ধরনের সঙ্গে মানানসই ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছিল বার্সা। আবার ক্লাবের আর্থিক দুর্গতির মধ্যে বড় দামি কাউকে ভেড়ানোও সম্ভব হচ্ছিল না।
শেষ পর্যন্ত বেটিস মিডফিল্ডার গুইডো রদ্রিগেজকে দলে টানছে তারা। ২০২০ সালে মেক্সিকোর ক্লাব আমেরিকা থেকে রিয়াল বেটিসে যোগ দেন তিনি। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৩২ ম্যাচে ছয় গোল করেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে ২৯ ম্যাচে করেছেন একটি গোল। ২০২২ বিশ্বকাপের গ্রুপপর্বে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটিতে তাকে শুরুর একাদশে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচটিতে ৫৭ মিনিট খেলেছিলেন তিনি।