ফের উৎপাদনে চাঁদপুর বিদ্যুৎকেন্দ্র

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ফের উৎপাদনে চাঁদপুর বিদ্যুৎকেন্দ্র
ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডের কারণে এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারো উৎপাদনে ফিরেছে চাঁদপুর বিদ্যুৎকেন্দ্রে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ার) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মোহাম্মদ নূরুল আবছার এতথ্য জানান।

তিনি বলেন, বেয়ারিংয়ে ওয়েল লিকেজ মেরামত কাজের জন্য এক মাস ৮ দিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। তবে, গ্যাস সংকটের কারণে এখন ১০০ মেগাওয়াট ইউনিটের ৫০ মেগাওয়াট উৎপাদন সম্ভব হচ্ছে। গ্যাস কোম্পানির সঙ্গে কথা হয়েছে। গ্যাসের সরবরাহ বাড়লে ১০০ মেগাওয়াট উৎপাদন সম্ভব হবে। বর্তমানে উৎপাদিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

চাঁদপুরের এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির দুটি ইউনিট। একটি ১০০ মেগাটওয়াট এবং অন্যটি ৫০ মেগাটওয়াটের। ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। চীনের প্রতিষ্ঠান চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড ১২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফের উৎপাদনে চাঁদপুর বিদ্যুৎকেন্দ্র

ফের উৎপাদনে চাঁদপুর বিদ্যুৎকেন্দ্র
ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডের কারণে এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারো উৎপাদনে ফিরেছে চাঁদপুর বিদ্যুৎকেন্দ্রে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ার) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মোহাম্মদ নূরুল আবছার এতথ্য জানান।

তিনি বলেন, বেয়ারিংয়ে ওয়েল লিকেজ মেরামত কাজের জন্য এক মাস ৮ দিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। তবে, গ্যাস সংকটের কারণে এখন ১০০ মেগাওয়াট ইউনিটের ৫০ মেগাওয়াট উৎপাদন সম্ভব হচ্ছে। গ্যাস কোম্পানির সঙ্গে কথা হয়েছে। গ্যাসের সরবরাহ বাড়লে ১০০ মেগাওয়াট উৎপাদন সম্ভব হবে। বর্তমানে উৎপাদিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

চাঁদপুরের এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির দুটি ইউনিট। একটি ১০০ মেগাটওয়াট এবং অন্যটি ৫০ মেগাটওয়াটের। ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। চীনের প্রতিষ্ঠান চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড ১২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত