নড়াইলের চিত্রা নদীতে স্কুলছাত্র নিখোঁজ

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলের চিত্রা নদীতে স্কুলছাত্র নিখোঁজ
ছবি: প্রতিনিধি

নড়াইলের সদর উপজেলার চিত্রা নদীতে গোসল করতে নেমে রাজু শেখ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছেন। বুধবার (১৫মে) সকাল সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ রাজু শেখ বরাশুলা গ্রামের সাইফুর রহমানের ছেলে ও স্থানীয় বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সুত্রে জানায়,মঙ্গলবার (১৪ মে) আছরের নামাজের পর রাজু বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে। পরে সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী চিত্রা নদীতে সঙ্গীদের সাথে নিয়ে গোসল করতে নামে। তখন নদীতে তীব্র স্রোত থাকায় রাজুকে টেনে নিয়ে যায়। এসময় রাজুর সঙ্গী ও আশপাশ থেকে স্থানীয় লোকজন এসে নদীতে নেমে খোঁজখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধার অভিযান চালায়।

এব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা নিশ্চিত হয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল রাত ১০ টার দিকে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে তারা ২ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ও তার সন্ধান পায়নি ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলের চিত্রা নদীতে স্কুলছাত্র নিখোঁজ

নড়াইলের চিত্রা নদীতে স্কুলছাত্র নিখোঁজ
ছবি: প্রতিনিধি

নড়াইলের সদর উপজেলার চিত্রা নদীতে গোসল করতে নেমে রাজু শেখ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছেন। বুধবার (১৫মে) সকাল সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ রাজু শেখ বরাশুলা গ্রামের সাইফুর রহমানের ছেলে ও স্থানীয় বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সুত্রে জানায়,মঙ্গলবার (১৪ মে) আছরের নামাজের পর রাজু বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে। পরে সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী চিত্রা নদীতে সঙ্গীদের সাথে নিয়ে গোসল করতে নামে। তখন নদীতে তীব্র স্রোত থাকায় রাজুকে টেনে নিয়ে যায়। এসময় রাজুর সঙ্গী ও আশপাশ থেকে স্থানীয় লোকজন এসে নদীতে নেমে খোঁজখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধার অভিযান চালায়।

এব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা নিশ্চিত হয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল রাত ১০ টার দিকে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে তারা ২ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ও তার সন্ধান পায়নি ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত