৭ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর গুলশানস্থ খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিঁয়াজো কমিটির সাথে গণফোরামের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
কূটনৈতিক স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তবে নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থানেই আছে, জনগণের চাওয়া-পাওয়ার বিপক্ষে তারা না।
তিনি বলেন, দেশের জনগণ নির্বাচন বর্জন করেছে। তারা সেখানে ভোট দিতে যায়নি। মানুষ চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। এসময় সরকারকে স্বেচ্ছাচারী নির্দেশ করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সব ধরনের অপকৌশল অবলম্বন করেছে। গোটা দেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও অভিযোগ আনেন ফখরুল।
যুগপৎ আন্দোলনের নতুন কর্মকৌশল চূড়ান্ত করতে এদিন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রথম দফায় গণফোরামের একাংশ ও পিপলস্ পার্টির সঙ্গে বৈঠক করে লিঁয়াজো কমিটি। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় দফায় গণতন্ত্র মঞ্চ ছাড়া আরও ছয়টি দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।