গাজীপুরে স্টেশনে দাঁড়ানো যমুনা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
গাজীপুরে স্টেশনে দাঁড়ানো যমুনা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

বৃহস্পতিবার (১৬ মে) রাত নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ। সন্ধ্যা সোয়া ৭টার দিকে শ্রীপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ বলেন, ট্রেনে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে যাত্রা বিরতি করে। এসময় দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনের চালকসহ অন্যরা এগিয়ে এসে ইঞ্জিনে লাগা আগুন ৭টা ২০ মিনিটের সময় নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রেনের ইঞ্জিনের তেমন কোনো ক্ষতি হয়নি। পরবর্তীতে ট্রেনটি যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশে শ্রীপুর স্টেশন ত্যাগ করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গাজীপুরে স্টেশনে দাঁড়ানো যমুনা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

গাজীপুরে স্টেশনে দাঁড়ানো যমুনা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

বৃহস্পতিবার (১৬ মে) রাত নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ। সন্ধ্যা সোয়া ৭টার দিকে শ্রীপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ বলেন, ট্রেনে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে যাত্রা বিরতি করে। এসময় দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনের চালকসহ অন্যরা এগিয়ে এসে ইঞ্জিনে লাগা আগুন ৭টা ২০ মিনিটের সময় নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রেনের ইঞ্জিনের তেমন কোনো ক্ষতি হয়নি। পরবর্তীতে ট্রেনটি যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশে শ্রীপুর স্টেশন ত্যাগ করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত