মুজিবনগরে ১৩ লাখ টাকার ফসল কেটে তছরুপ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
মুজিবনগরে ১৩ লাখ টাকার ফসল কেটে তছরুপ
ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের এক কৃষকের সাড়ে সাত বিঘা জমির ফসল কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। এতে ১২-১৩ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছে কৃষক গোলাম মোস্তফা।

মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা গ্রামের নীলজাবার মাঠে চার বিঘা জমিতে কলা, দুই বিঘা জমিতে পেঁপে এবং আড়াই বিঘা জমিতে কপি আবাদ করেন। আর কিছু দিনের মধ্যে এসব খেত থেকে ফসল সংগ্রহের অপেক্ষায় ছিলেন কৃষক। এর মাঝে গেল রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খেতের প্রায় সব কলা ও পেঁপে গাছ ও আড়াই বিঘা জমির বাঁধা কপি কেটে তছরুপ করে। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষক গোলাম মোস্তফা। রাজনৈতিক শত্রুতা বশতা প্রতিপক্ষের লোকজন ফসল তছরুপ করেছে বলে জানান তিনি।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ফসল তছরুপকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মুজিবনগরে ১৩ লাখ টাকার ফসল কেটে তছরুপ

মুজিবনগরে ১৩ লাখ টাকার ফসল কেটে তছরুপ
ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের এক কৃষকের সাড়ে সাত বিঘা জমির ফসল কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। এতে ১২-১৩ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছে কৃষক গোলাম মোস্তফা।

মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা গ্রামের নীলজাবার মাঠে চার বিঘা জমিতে কলা, দুই বিঘা জমিতে পেঁপে এবং আড়াই বিঘা জমিতে কপি আবাদ করেন। আর কিছু দিনের মধ্যে এসব খেত থেকে ফসল সংগ্রহের অপেক্ষায় ছিলেন কৃষক। এর মাঝে গেল রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খেতের প্রায় সব কলা ও পেঁপে গাছ ও আড়াই বিঘা জমির বাঁধা কপি কেটে তছরুপ করে। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষক গোলাম মোস্তফা। রাজনৈতিক শত্রুতা বশতা প্রতিপক্ষের লোকজন ফসল তছরুপ করেছে বলে জানান তিনি।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ফসল তছরুপকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত