নড়াইলের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ
ছবি: প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইল ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিরতিবিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল ১০টায় মোচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র ফাঁকা। কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে থাকবে। শান্তি পূর্ণ ভোট গ্রহণের লক্ষে আনসার-পুলিশ ভোট কেন্দ্র গুলোতে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব ও বিজিবির টহল দিচ্ছে।

নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল বলেন, নির্বাচন কেন্দ্রি সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, নড়াইল সদরের ভোটার সংখ্যা ২লাখ ৪৭ হাজার ৭ শত ৬০ জন। পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ১শত ২৯ জন, মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার ৬৩০ জন। ভোট কেন্দ্র ১০০টি ।

অপরদিকে লোহাগড়া উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ২৫৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৭৬ জন,মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১৭৫ জন। ভোট কেন্দ্র ৯৭ টি। এছাড়া ২ জন হিজড়া ভোটার রয়েছে। লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে সাতজন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিন প্রার্থী রয়েছেন ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ

নড়াইলের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ
ছবি: প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইল ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিরতিবিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল ১০টায় মোচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র ফাঁকা। কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে থাকবে। শান্তি পূর্ণ ভোট গ্রহণের লক্ষে আনসার-পুলিশ ভোট কেন্দ্র গুলোতে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব ও বিজিবির টহল দিচ্ছে।

নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল বলেন, নির্বাচন কেন্দ্রি সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, নড়াইল সদরের ভোটার সংখ্যা ২লাখ ৪৭ হাজার ৭ শত ৬০ জন। পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ১শত ২৯ জন, মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার ৬৩০ জন। ভোট কেন্দ্র ১০০টি ।

অপরদিকে লোহাগড়া উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ২৫৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৭৬ জন,মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১৭৫ জন। ভোট কেন্দ্র ৯৭ টি। এছাড়া ২ জন হিজড়া ভোটার রয়েছে। লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে সাতজন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিন প্রার্থী রয়েছেন ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত