ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি কেন্দ্র মার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯১১টি। এর মধ্যে পুরুষ ১ হাজার ৫৩২ ও নারী ১ হাজার ৩৮৯।
কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের শিক্ষক ও ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কাজী মাহবুব আলম জানান, এ কেন্দ্রে ৭টি বুথে সকল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি তেমন একটা নেই।
তিনি আরও জানান, তার কেন্দ্র গত ২ ঘণ্টায় মোট ভোট কাস্ট হয়েছে ৬৫টি অর্থাৎ মোট ভোটারের ৩ শতাংশ।
এর আগে সকাল সাড়ে ৯টায় সহকারী প্রিসাইডিং অফিসার মো. মাহবুবুর রহমান বেপারি জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টায় এ কেন্দ্রের সর্বোচ্চ ১ নম্বর বুথে ভোট পড়েছে ৪টি।