মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বাসের সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে মাটিবোঝাই ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ মে) রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। ডিএমপির কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য জানান।

পুলিশ বলছে সংঘর্ষে বাসের কন্ডাক্টরসহ চার জন আহত হয়েছেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম জানান, রাত আড়াইটার দিকে যাত্রীবাহী বাস শাহফতে আলী পরিবহন আগারগাঁও পাসপোর্ট অফিসের দিক থেকে আগারগাঁও ক্রসিংয়ের দিকে আসছিল। এসময় মাটিভর্তি ডাম্প ট্রাকটি বিপরীত দিক থেকে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

ওসি জানান, পুলিশ যাওয়ার আগেই দুই গাড়ির চালক পালিয়ে যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা

মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বাসের সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে মাটিবোঝাই ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ মে) রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। ডিএমপির কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য জানান।

পুলিশ বলছে সংঘর্ষে বাসের কন্ডাক্টরসহ চার জন আহত হয়েছেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম জানান, রাত আড়াইটার দিকে যাত্রীবাহী বাস শাহফতে আলী পরিবহন আগারগাঁও পাসপোর্ট অফিসের দিক থেকে আগারগাঁও ক্রসিংয়ের দিকে আসছিল। এসময় মাটিভর্তি ডাম্প ট্রাকটি বিপরীত দিক থেকে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

ওসি জানান, পুলিশ যাওয়ার আগেই দুই গাড়ির চালক পালিয়ে যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত