সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম বন বিভাগ বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনের ভেতর থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকালে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনবিভাগের কর্মীরা সুন্দরবনে কলাগাছিয়া সংলগ্ন মুরালী খাল নামক স্থান থেকে ওই মৃত বাঘের হাড়গোড় সহ উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলম জানান, জেলেদের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল হতে অর্ধগলিত একটি মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়। তবে অনুমান করা হচ্ছে বাঘটি আনুমানিক ১ মাস পূর্বে মারা গেছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে বাঘটি মৃত্যুর কারণ জানা এখনও সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্যামনগর থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে জানান, মৃত বাঘ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।