শায়েস্তাগঞ্জে ফের জয়ী আব্দুর রশিদ তালুকদার

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
শায়েস্তাগঞ্জে ফের জয়ী আব্দুর রশিদ তালুকদার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ফের বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গনি।

প্রকাশিত ফলাফল অনুযায়ী- আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল প্রতীকে ১৫ হাজার ৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক ঘোড়া প্রতীক নিয়ে ১১ হাজার ৭৫৯ ভোট পেয়েছেন।

এছাড়া, বাকী দুই প্রার্থীর মধ্যে আনারস প্রতীক নিয়ে মো. সুরুজ আলী মোল্লা ৩১১ ও দোয়াত কলম প্রতীকে রকিব আহমেদ ২৬৭ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শায়েস্তাগঞ্জে ফের জয়ী আব্দুর রশিদ তালুকদার

শায়েস্তাগঞ্জে ফের জয়ী আব্দুর রশিদ তালুকদার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ফের বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গনি।

প্রকাশিত ফলাফল অনুযায়ী- আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল প্রতীকে ১৫ হাজার ৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক ঘোড়া প্রতীক নিয়ে ১১ হাজার ৭৫৯ ভোট পেয়েছেন।

এছাড়া, বাকী দুই প্রার্থীর মধ্যে আনারস প্রতীক নিয়ে মো. সুরুজ আলী মোল্লা ৩১১ ও দোয়াত কলম প্রতীকে রকিব আহমেদ ২৬৭ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত