অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামে শাহনাজ বেগম (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্বামী বিশাল রহমান ওই গৃহবধূকে গলা টিপে হত্যা করেছেন। ঘটনার পর থেকে বিশাল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শুক্রবার (৩১ মে) ভোরে এ ঘটনা ঘটে। বিশাল রহমান ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। আর নিহত শাহনাজ পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী গ্রামের শাহজাহান আলীর মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে ভালোবেসে শাহনাজকে পালিয়ে বিয়ে করেন বিশাল। প্রথমে বিশালের পরিবার তাদের বিয়ে মেনে নিলেও শাহনাজের পরিবার মেনে নেয়নি। কিছুদিন পরে বিশাল তার বাড়িতে শাহনাজকে নিয়ে সংসার শুরু করেন। তবে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝামেলা চলত। একাধিক বার শাহনাজ রাগ করে বাবার বাড়িতে চলে গেলে বিশালের বাবার বিচার সালিসের মাধ্যমে শাহনাজকে ফিরিয়ে আনে। অভাবে শাহনাজ অন্যের বাড়িতে কাজ করলেও বিশাল কোনো কাজ করতেন না। অভিযোগ উঠেছে, শাহনাজের আয়ের টাকা দিয়ে নেশা করতেন বিশাল। বৃহস্পতিবার শাহনাজ তার কাজের টাকা নিয়ে নিজের জন্য কাপড় কেনেন। এ নিয়ে ক্ষিপ্ত হন বিশাল। এরপর ওই দিন বিকেল থেকেই বিশাল শাহনাজের ওপর নির্যাতন শুরু করে।

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় বিশাল শাহনাজকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনার পর থেকে বিশালসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

ঠাকুরগাঁও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিঠুন সরকার গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে হত্যার আসল কারণ জানা যাবে। এ বিষয়ে সদর থানা–পুলিশ, সিআইডি, পিবিআই কাজ করছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামে শাহনাজ বেগম (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্বামী বিশাল রহমান ওই গৃহবধূকে গলা টিপে হত্যা করেছেন। ঘটনার পর থেকে বিশাল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শুক্রবার (৩১ মে) ভোরে এ ঘটনা ঘটে। বিশাল রহমান ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। আর নিহত শাহনাজ পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী গ্রামের শাহজাহান আলীর মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে ভালোবেসে শাহনাজকে পালিয়ে বিয়ে করেন বিশাল। প্রথমে বিশালের পরিবার তাদের বিয়ে মেনে নিলেও শাহনাজের পরিবার মেনে নেয়নি। কিছুদিন পরে বিশাল তার বাড়িতে শাহনাজকে নিয়ে সংসার শুরু করেন। তবে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝামেলা চলত। একাধিক বার শাহনাজ রাগ করে বাবার বাড়িতে চলে গেলে বিশালের বাবার বিচার সালিসের মাধ্যমে শাহনাজকে ফিরিয়ে আনে। অভাবে শাহনাজ অন্যের বাড়িতে কাজ করলেও বিশাল কোনো কাজ করতেন না। অভিযোগ উঠেছে, শাহনাজের আয়ের টাকা দিয়ে নেশা করতেন বিশাল। বৃহস্পতিবার শাহনাজ তার কাজের টাকা নিয়ে নিজের জন্য কাপড় কেনেন। এ নিয়ে ক্ষিপ্ত হন বিশাল। এরপর ওই দিন বিকেল থেকেই বিশাল শাহনাজের ওপর নির্যাতন শুরু করে।

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় বিশাল শাহনাজকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনার পর থেকে বিশালসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

ঠাকুরগাঁও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিঠুন সরকার গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে হত্যার আসল কারণ জানা যাবে। এ বিষয়ে সদর থানা–পুলিশ, সিআইডি, পিবিআই কাজ করছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত