মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ১০ বছর পর আইপিএলের চ্যাম্পিয়ন বানিয়ে আলোচনার শীর্ষে গৌতম গম্ভীর। এবার বড় দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। বিসিসিআই তাকে ভারতের জাতীয় দলের প্রধান কোচ করছে, এমন জল্পনা এখন তুঙ্গে। ভারতের বিশ্বকাপ জয়ী ওপেনার সেটা আরও উসকে দিলেন। জানালেন, ভারতীয় দলের কোচ হতে পারলে তার ভালো লাগবে এবং এর চেয়ে বড় সম্মানের আর কিছু নেই।
আবুধাবিতে রবিবার শিশুদের এক ইভেন্টে গম্ভীর বলেন, ‘ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় সম্মানের আর কিছু হয় না। ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধিত্ব করছেন আপনি। যখন আপনি ভারতকে প্রতিনিধিত্ব করেন, তখন তার চেয়ে বেশি গর্বের আর কী আছে।’
যদিও গম্ভীর কোচ হওয়ার জন্য আবেদন করেছেন কি না, তা স্পষ্ট নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড কোচ হওয়ার জন্য আবেদনের সময় বেধে দিয়েছিল ২৭ মে পর্যন্ত।
আবেদনের ডেডলাইনের আগের দিন আইপিএলের ফাইনালে ট্রফি জেতে কলকাতা। তারপরই বিসিসিআই সেক্রেটারি জয় শাহ তার সঙ্গে দেখা করেন। এই ঘটনা তার কোচ হওয়ার গুঞ্জন আরও জোরালো করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকবেন রাহুল দ্রাবিড়। তার পরেই তার দায়িত্ব শেষ। নতুন কোচ খুঁজতে শুরু করে দিয়েছে বোর্ড। ভারতীয় দলের কোচ হতে গেলে কোন কোন দায়িত্ব পালন করতে হবে এবং সেই ব্যক্তির কী কী অভিজ্ঞতা প্রয়োজন, সেটাও জানিয়ে দিয়েছে বোর্ড। তাদের শর্তে ধারণা করা যায়, দেশের কাউকেই কোচ করতে চায়। সেদিক থেকে গম্ভীর এগিয়ে এবং তারও আগ্রহ থাকার বিষয়টি নতুন করে উচ্ছ্বসিত করলো তার সমর্থকদের।