পয়েন্ট ভাগাভাগিতে বিশ্বকাপ শুরু ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
পয়েন্ট ভাগাভাগিতে বিশ্বকাপ শুরু ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের
ছবি: সংগৃহীত

গত ওয়ানডে বিশ্বকাপের শুরুটা ভালো হয়েছিল না ইংল্যান্ডের। শেষ পর্যন্ত লিগ পর্ব থেকেই বাড়ি ফিরতে হয়েছিল বাটলারদের। তাই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে স্কটল্যান্ডকে হারিয়ে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট তুলে নিতে চেয়েছিল ইংল্যান্ড।

তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচ। এতে পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ শুরু করলো ইংল্যান্ড এবং স্কটল্যান্ড।

মঙ্গলবার (৪ জুন) টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়ে ছিল স্কটল্যান্ড। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল দুই ওপেনার মিচেল জোন্স এবং জর্জি মুনশি। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৪২ রান তোলে তারা।

৬.২ ওভারে ম্যাচে হানা দেয় বৃষ্টি। দীর্ঘ সময় বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য কমে ১০ ওভারে নেমে আসে। ১০ ওভারে উইকেট না হারিয়ে ৯০ রান তোলে দুই স্কটিশ ওপেনার।

জবাব দিতে নামলে ম্যাচে আবারও হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হয় আম্পায়ার।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পয়েন্ট ভাগাভাগিতে বিশ্বকাপ শুরু ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের

পয়েন্ট ভাগাভাগিতে বিশ্বকাপ শুরু ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের
ছবি: সংগৃহীত

গত ওয়ানডে বিশ্বকাপের শুরুটা ভালো হয়েছিল না ইংল্যান্ডের। শেষ পর্যন্ত লিগ পর্ব থেকেই বাড়ি ফিরতে হয়েছিল বাটলারদের। তাই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে স্কটল্যান্ডকে হারিয়ে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট তুলে নিতে চেয়েছিল ইংল্যান্ড।

তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচ। এতে পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ শুরু করলো ইংল্যান্ড এবং স্কটল্যান্ড।

মঙ্গলবার (৪ জুন) টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়ে ছিল স্কটল্যান্ড। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল দুই ওপেনার মিচেল জোন্স এবং জর্জি মুনশি। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৪২ রান তোলে তারা।

৬.২ ওভারে ম্যাচে হানা দেয় বৃষ্টি। দীর্ঘ সময় বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য কমে ১০ ওভারে নেমে আসে। ১০ ওভারে উইকেট না হারিয়ে ৯০ রান তোলে দুই স্কটিশ ওপেনার।

জবাব দিতে নামলে ম্যাচে আবারও হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হয় আম্পায়ার।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত