ভারতীয় পেসারদের তোপে কনো সুবিধা করতে পারছে না আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পরের ৪.১ আরও ৫ উইকেট হারিয়েছে আইরিশরা। আর্শদীপের সঙ্গে হার্দিক পান্ডিয়া নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ-যাসপ্রীত বুমরাহ। ১০.১ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯ রান। ম্যাককার্থি ও ডেলানি শূন্য রানে ব্যাট করছেন।
ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারছে না আয়ারল্যান্ড। পাওয়ার প্লে শেষে আইরিশদের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। ইনিংসের তৃতীয় ওভারে বালবার্নি ও স্ট্রার্লিংকে সাজঘরে পাঠান আরশদীপ। বিশ্বকাপে আইরিশদের পাওয়ার প্লেতে এটি সর্বনিম্ন রান। এর আগে সর্বনিম্ন ছিল ২৯/৩। বাকি দুই পেসার জাসপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজও দুর্দান্ত। টাকার-ট্যাক্টর প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারত। আজ বুধবার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের একাদশ সাজানো হয়েছে চার পেসার দিয়ে। সঙ্গে দুজন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (ডাব্লু), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।
আমরা বোলিং করতে যাচ্ছি। প্রস্তুতি ঠিকঠাক হয়ে গেছে। এই নতুন পরিস্থিতিতে নিজেদেরকে সামলাচ্ছি। বিষয়টা চ্যালেঞ্জিং কিন্তু আমরা সবাই পেশাদার. আমরা এরকম পিচে খেলেছি আমি জানি এটা আমরা যা করতে অভ্যস্ত তার থেকে কিছুটা আলাদা হতে চলেছে। কন্ডিশন সম্পর্কে খুব বেশি নিশ্চিত নই, তাই ভাবলাম সামনে একটা টার্গেট রাখলে ভালো হবে।
পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লোরকান টাকার , হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।
বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছি, আমরা সম্প্রতি নেদারল্যান্ডে ছিলাম (ত্রিদেশীয় সিরিজের জন্য)। আমাদের দলে প্রচুর ম্যাচজেতানো ক্রিকেটার আছে, তারা দিনটিতে দেখাতে চায়। আমরা পরিস্থিতির মূল্যায়ন করতে চেয়েছি।
সবশেষ দেখায় ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে ভারত ৮ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। এরপর ছয়টি বিশ্বকাপ চলে গেলেও সংক্ষিপ্ত ভার্সনের মেগা ইভেন্টে দেখা হয়নি তাদের। অবশেষে বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বে আরেকবার দেখা ভারত-আয়ারল্যান্ডের।
এই ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো। রেকর্ডকে আরো শক্ত করতে চাই। জয়ের জন্য মাঠে নামবে দল। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলতে হবে ভারতকে।’
পরিসংখ্যানের লড়াইয়ে শতভাগ জয় ভারতের। ২০০৯ সালের বিশ্বকাপের পর তিন দফায় আয়ারল্যান্ড সফরে ছয়টি টি-টোয়েন্টি খেলেছে ভারত। সবগুলোতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তাই আইরিশদের বিপক্ষে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলা ভারতই এগিয়ে থাকবে ম্যাচে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মাঠে নামতে যাচ্ছে ভারত। তাদের প্রতিপক্ষ আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ড। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ম ম্যাচ। নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (৫ জুন) রাত সাড়ে ৮টায় শুরু হবে।