ইসরায়েলের বিরুদ্ধে মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ইসরায়েলের বিরুদ্ধে মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে স্পেন
ছবি: সংগৃহীত

জাতিসংঘের শীর্ষ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দেবে স্পেন। বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

জোসে ম্যানুয়েল বলেছেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া।’

গত সপ্তাহে আয়ারল্যান্ড এবং নরওয়ের সাথে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে মামলায় যোগ দেওয়ার ঘোষণায় ইসরায়েল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ দায়ের করে দক্ষিণ আফ্রিকা। গত সপ্তাহে আদালত ইসরায়েলকে রাফাহতে অভিযান বন্ধের নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে আদালত গণহত্যার অভিযোগ তদন্তে গাজায় জাতিসংঘের তদন্তকারীদের প্রবেশ নিশ্চিতের নির্দেশ দিয়েছে। তবে ইসরায়েল এসব নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইসরায়েলের বিরুদ্ধে মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে স্পেন

ইসরায়েলের বিরুদ্ধে মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে স্পেন
ছবি: সংগৃহীত

জাতিসংঘের শীর্ষ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দেবে স্পেন। বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

জোসে ম্যানুয়েল বলেছেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া।’

গত সপ্তাহে আয়ারল্যান্ড এবং নরওয়ের সাথে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে মামলায় যোগ দেওয়ার ঘোষণায় ইসরায়েল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ দায়ের করে দক্ষিণ আফ্রিকা। গত সপ্তাহে আদালত ইসরায়েলকে রাফাহতে অভিযান বন্ধের নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে আদালত গণহত্যার অভিযোগ তদন্তে গাজায় জাতিসংঘের তদন্তকারীদের প্রবেশ নিশ্চিতের নির্দেশ দিয়েছে। তবে ইসরায়েল এসব নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত