টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। টুর্নামেন্টের ইতোমধ্যে ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর কিছু সময়ের মধ্যেই বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথেই দিনক্ষণ চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। আট দলের টুর্নামেন্টের জন্য ২০ দিনের সময় বরাদ্দ করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরের ইংল্যান্ডের ওভালে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে পাকিস্তান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকও পাকিস্তান। ইতিমধ্যেই প্রতিযোগিতার জন্য মাঠ বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে প্রতিযোগিতা। ফাইনাল হবে লাহোরে।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাতে আগ্রহী না। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি যাতে তাদের দেশ থেকে সরানো না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।