জিসিএ অ‌্যাওয়ার্ড পেলো বাংলাদেশ

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
জিসিএ অ‌্যাওয়ার্ড পেলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলা‌দেশকে জিসিএ অ‌্যাওয়ার্ড দিয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সংস্থা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন।‌ বাংলাদেশকেই প্রথম এ অ‌্যাওয়ার্ড দেওয়া হলো।

মঙ্গলবার (১১ জুন) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. প‌্যা‌ট্রিক ভি ভার্কই‌জেন।

গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) যাত্রা শুরু হয় ২০১৮ সালের ১৬ অক্টোবর। এর সদর দপ্তর নেদারল্যাল্ডসের রাজধানী হেগে। এই সংস্থা জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিয়ে আসছে। জলবায়ু অভিযোজনের কৌশল বা সমাধান দেওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে, রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে। জলবায়ু সহনশীল ভবিষ্যত তৈরিতে একে অন্যের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন এবং একজনের সফল অভিজ্ঞতা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সামগ্রিক ভিত্তিতে কাজ করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

মূলত, পাঁচটি চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে কাজ করছে জিসিএ। এগুলো হলো—জীববৈচিত্র্যভিত্তিক অভিযোজন জোরদার, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জলবায়ু অভিযোজনকে কাজে লাগানো, কার্যকর অভিযোজন পরিমাপ, জলবায়ু সহনশীল শহর গড়ে তোলা এবং ব-দ্বীপসমূহের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জিসিএ অ‌্যাওয়ার্ড পেলো বাংলাদেশ

জিসিএ অ‌্যাওয়ার্ড পেলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলা‌দেশকে জিসিএ অ‌্যাওয়ার্ড দিয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সংস্থা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন।‌ বাংলাদেশকেই প্রথম এ অ‌্যাওয়ার্ড দেওয়া হলো।

মঙ্গলবার (১১ জুন) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. প‌্যা‌ট্রিক ভি ভার্কই‌জেন।

গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) যাত্রা শুরু হয় ২০১৮ সালের ১৬ অক্টোবর। এর সদর দপ্তর নেদারল্যাল্ডসের রাজধানী হেগে। এই সংস্থা জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিয়ে আসছে। জলবায়ু অভিযোজনের কৌশল বা সমাধান দেওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে, রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে। জলবায়ু সহনশীল ভবিষ্যত তৈরিতে একে অন্যের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন এবং একজনের সফল অভিজ্ঞতা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সামগ্রিক ভিত্তিতে কাজ করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

মূলত, পাঁচটি চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে কাজ করছে জিসিএ। এগুলো হলো—জীববৈচিত্র্যভিত্তিক অভিযোজন জোরদার, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জলবায়ু অভিযোজনকে কাজে লাগানো, কার্যকর অভিযোজন পরিমাপ, জলবায়ু সহনশীল শহর গড়ে তোলা এবং ব-দ্বীপসমূহের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত