চট্টগ্রামের চাক্তাই খালে গোসল করতে নেমে জোয়ারে ভেসে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পাঁচ জনের ডুবুরি দল শিশুদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। নিখোঁজ দুই শিশুর নাম রাসেল ও তানভীর।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন জানান, রাসেল ও তানভীর নামে আনুমানিক ৯-১০ বছরের দুই শিশু গোসল করতে নেমে ভেসে গিয়েছে বলে জানতে পেরেছেন। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের পাঁচ জনের ডুবুরি দল শিশুদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে। রাত ৮টা পর্যন্ত শিশুদের উদ্ধার করা যায়নি।
তিনি জানান, নিখোঁজ দুই শিশুর অভিভাবকদের সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, তারা পথশিশু।