নড়াইলে ঘেরের পাশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে ঘেরের পাশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার
ছবি : প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের একটি ঘেরের পাশ থেকে শিবাজিত বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। শিবাজিত বনগ্রাম এলাকার শিপন বিশ্বাসের ছেলে। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরিবারের দাবি, শিবাজিতের বাবা শিপন বিশ্বাসের সাথে একই গ্রামের খান মোহাম্মদ কবিরের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে শিবাজিত কে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত খান মোহাম্মদ কবির বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করা হচ্ছে। প্রথমে তাদের পরিবারের পক্ষ থেকে ঘেরে ডুবে মারা গেছে বলা হলেও একটি মহলের ইন্ধনে হত্যাকান্ডের অপপ্রচার চালানো হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলে ঘেরের পাশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইলে ঘেরের পাশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার
ছবি : প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের একটি ঘেরের পাশ থেকে শিবাজিত বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। শিবাজিত বনগ্রাম এলাকার শিপন বিশ্বাসের ছেলে। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরিবারের দাবি, শিবাজিতের বাবা শিপন বিশ্বাসের সাথে একই গ্রামের খান মোহাম্মদ কবিরের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে শিবাজিত কে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত খান মোহাম্মদ কবির বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করা হচ্ছে। প্রথমে তাদের পরিবারের পক্ষ থেকে ঘেরে ডুবে মারা গেছে বলা হলেও একটি মহলের ইন্ধনে হত্যাকান্ডের অপপ্রচার চালানো হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত