এবারের ঈদ-উল-আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত “তুফান” ও শবনম বুবলীর অভিনীত সিনেমা “রিভেঞ্জ”। এর মধ্যে “রিভেঞ্জ” ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে হল কাঁপিয়ে চলছে নায়ক শাকিব খানের সিনেমা “তুফান”।
এই অবস্থার মধ্যে বুবলী কোনো অনুষ্ঠানে গেলেই উঠে আসে ছেলে শেহজাদ খান বীরের প্রসঙ্গ। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে বুবলীর কাছে জানতে চাওয়া হয়েছিল, ঈদ উপলক্ষে বাবার কাছ থেকে কী উপহার পেল বীর ও বুবলী?
উত্তরে শবনম বুবলী বলেন, “আমি সব সময়ই বলি, বাবা-ছেলের সম্পর্ক সারা জীবনের। সেখান থেকে উপহার দেওয়া-নেওয়া, সালামি এগুলো তো থাকেই। আর আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্ত দেখি, ওটাই আমার জন্য বড় একটি পাওয়া, অনেক আনন্দের। এর মধ্যে হাজার উপহারও আমার কাছে কোনো বিষয় নয়। যখন ওই মুহূর্তটা খুব সুন্দর হয়ে যায়।”
চ্যানেল টোয়েন্টিফোরের একটি ঈদ অনুষ্ঠানে বুবলী আরও বলেন, “উৎসবে অনেক উপহার পায় বীর, যেমন ওর নানা-নানু, তারপর আমার বোনেরা, সবাই দেশের বাইরে থাকে, ওরা পাঠায়। সব মিলিয়ে ওর উপহার প্রচুর পাওয়া হয়।”
বুবলীর কথায়, “যখন মা-বাবা দুজন উপহার দেয়, সেটা খুব স্পেশাল হয়। ঈদ ছাড়াও অনেক সময়েই তাদের জন্য মিলিয়েও পোশাক কিনেছি। শুধু পাঞ্জাবি নয়, টি–শার্টও মিলিয়ে পরে বাবা-ছেলে। এসবের অনেক স্মৃতি তুলে রাখা আছে বীরের জন্য। বড় হলে এই স্মৃতিগুলো দেখবে বীর।”