নারী বিশ্বকাপের ক্ষণগণনা শুরু

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
নারী বিশ্বকাপের ক্ষণগণনা শুরু
ছবি: সংগৃহীত

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। আর তিনটি ম্যাচের পরই নির্ধারণ হয়ে যাবে নবম আসরের শিরোপা জিততে যাচ্ছে কারা? তবে এরই মধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। আগামী ৩ অক্টোবর বাংলাদেশে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময়ের হিসেবে খুব বেশি দিন বাকি নেই, ঠিক ১০০ দিন। শতদিনের ক্ষণগণনা উপলক্ষে বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটারদের অনেকেই।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেছে এরই মধ্যে। ১০টি দলের অংশগ্রহণে চার-ছক্কার এ উৎসবের পর্দা নামবে ২০ অক্টোবরের ফাইনাল দিয়ে। অংশ নেওয়া ১০টি দল বিশ্বকাপ খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

বিশ্বকাপে অনুষ্ঠিত হবে সবমিলে ২৩ ম্যাচ। প্রস্তুতি ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে বিকেএসপিতে। আর মূল ম্যাচগুলো হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নারী বিশ্বকাপের ক্ষণগণনা শুরু

নারী বিশ্বকাপের ক্ষণগণনা শুরু
ছবি: সংগৃহীত

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। আর তিনটি ম্যাচের পরই নির্ধারণ হয়ে যাবে নবম আসরের শিরোপা জিততে যাচ্ছে কারা? তবে এরই মধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। আগামী ৩ অক্টোবর বাংলাদেশে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময়ের হিসেবে খুব বেশি দিন বাকি নেই, ঠিক ১০০ দিন। শতদিনের ক্ষণগণনা উপলক্ষে বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটারদের অনেকেই।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেছে এরই মধ্যে। ১০টি দলের অংশগ্রহণে চার-ছক্কার এ উৎসবের পর্দা নামবে ২০ অক্টোবরের ফাইনাল দিয়ে। অংশ নেওয়া ১০টি দল বিশ্বকাপ খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

বিশ্বকাপে অনুষ্ঠিত হবে সবমিলে ২৩ ম্যাচ। প্রস্তুতি ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে বিকেএসপিতে। আর মূল ম্যাচগুলো হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত