শিবচরে মহাসড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মাসুদ রেজা ফিরোজী জেলা প্রতিনিধি, মাদারীপুর
শিবচরে মহাসড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ছবি : প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীরবাজার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ৪ নং ব্রিজের কাছ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে পুলিশ। পরে স্থানীয়রা খবর দিলে মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ওই এলাকার ঢাকাগামী লেন থেকে রুমি আক্তার (২৫) নামে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ক্ষতবিক্ষত থাকায় প্রথমে এর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে বুধবার দুপুরে নিহতের মরদেহ শনাক্ত করা হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, রুমি আক্তার নামের ওই তরুনী উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ এলাকার সোহরাব বেপারীর মেয়ে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাড়ে ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন ৪ নং ব্রিজের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীর ক্ষতবিক্ষত থাকায় প্রথমে পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত হলে পরিবারের লোকজন বিষয়টিকে নিছক দুর্ঘটনা নয় বলে জানিয়েছেন। পরে তাদের আইনগত ব্যবস্থা নিয়ে শিবচর থানায় প্রেরণ করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন, মরদেহটি আমরা ঢাকাগামী লেন থেকে উদ্ধার করি। তবে সড়ক দুর্ঘটনায় নিহত নয় বলে আমাদের কাছেও সন্দেহ হচ্ছে। মরদেহটির শরীরের আঘাতের চিহ্ন গাড়ি চাপায় আঘাতের মতো নয়। পরিচয় শনাক্তের পর আমরা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছি।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো.সেলিম রেজা বলেন, এ বিষয়ে মামলা এখনো হয়নি। তবে প্রক্রিয়াধীন রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিবচরে মহাসড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শিবচরে মহাসড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ছবি : প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীরবাজার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ৪ নং ব্রিজের কাছ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে পুলিশ। পরে স্থানীয়রা খবর দিলে মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ওই এলাকার ঢাকাগামী লেন থেকে রুমি আক্তার (২৫) নামে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ক্ষতবিক্ষত থাকায় প্রথমে এর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে বুধবার দুপুরে নিহতের মরদেহ শনাক্ত করা হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, রুমি আক্তার নামের ওই তরুনী উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ এলাকার সোহরাব বেপারীর মেয়ে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাড়ে ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন ৪ নং ব্রিজের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীর ক্ষতবিক্ষত থাকায় প্রথমে পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত হলে পরিবারের লোকজন বিষয়টিকে নিছক দুর্ঘটনা নয় বলে জানিয়েছেন। পরে তাদের আইনগত ব্যবস্থা নিয়ে শিবচর থানায় প্রেরণ করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন, মরদেহটি আমরা ঢাকাগামী লেন থেকে উদ্ধার করি। তবে সড়ক দুর্ঘটনায় নিহত নয় বলে আমাদের কাছেও সন্দেহ হচ্ছে। মরদেহটির শরীরের আঘাতের চিহ্ন গাড়ি চাপায় আঘাতের মতো নয়। পরিচয় শনাক্তের পর আমরা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছি।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো.সেলিম রেজা বলেন, এ বিষয়ে মামলা এখনো হয়নি। তবে প্রক্রিয়াধীন রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত