ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে লোপলাইনে বগি লাইনচ্যুৎ হওয়ায় আপ এবং ডাউন মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তালশহর স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লোপলাইনে লাইনচ্যুত হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাশাপাশি আপ এবং ডাউন লাইন স্বাভাবিক থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী দল এসে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে লাইনটি ক্লিয়ার হয়ে যাবে।