মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, ৫ শিক্ষার্থী আহত

মাসুদ রেজা ফিরোজী জেলা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, ৫ শিক্ষার্থী আহত
ছবি : প্রতিনিধি

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এমন অভিযোগ পাওয়া গেছে। এতে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকালে শহরের মোস্তাফাপুর এলাকার ঢাকা- বরিশাল সহাসড়কে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। একে একে শহরের মস্তোফাপুর মহাসড়কে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কারে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিল শুরুর ঠিক আগ মুহূর্তে শহর থেকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হয়।

মিছিলের সামনে লাঠি হাতে নিতে ধাওয়া পালটা ধাওয়া করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। হামলায় সময় তারা শিক্ষার্থীদের এলোপাতাড়িভাবে পেটাতে থাকে এবং শিক্ষার্থীদের ফেস্টুন ছিড়ে ফেল। পরে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করতে করতে মাঠ ত্যাগ করে চলে যায়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলায় আন্দোলনকারী ৫জন শিক্ষার্থী আহত হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, ৫ শিক্ষার্থী আহত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, ৫ শিক্ষার্থী আহত
ছবি : প্রতিনিধি

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এমন অভিযোগ পাওয়া গেছে। এতে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকালে শহরের মোস্তাফাপুর এলাকার ঢাকা- বরিশাল সহাসড়কে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। একে একে শহরের মস্তোফাপুর মহাসড়কে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কারে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিল শুরুর ঠিক আগ মুহূর্তে শহর থেকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হয়।

মিছিলের সামনে লাঠি হাতে নিতে ধাওয়া পালটা ধাওয়া করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। হামলায় সময় তারা শিক্ষার্থীদের এলোপাতাড়িভাবে পেটাতে থাকে এবং শিক্ষার্থীদের ফেস্টুন ছিড়ে ফেল। পরে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করতে করতে মাঠ ত্যাগ করে চলে যায়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলায় আন্দোলনকারী ৫জন শিক্ষার্থী আহত হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত