বিটিভি ভবনে নাশকতায় জড়িতের শনাক্তে এ্যানীসহ ৩ জন রিমান্ডে

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বিটিভি ভবনে নাশকতায় জড়িতের শনাক্তে এ্যানীসহ ৩ জন রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় গত ১৮ জুলাই বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর ২৫ জুলাই নিউ এলিফ্যান্ট রোড থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আটক করা হয়। মামলায় এ্যানীসহ তিন জনকে গ্রেফতার দেখিয়ে শনিবার (২৭ জুলাই) তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।

বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রিমান্ড যাওয়া অপর আসামিরা হলেন গোলাম দস্তগীর প্রিন্স এবং এ বি এম খালিদ হাসান।

এ্যানীর পক্ষে তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ, তাহেরুল ইসলাম তৌহিদসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৮ জুলাই বেলা সাড়ে ১১টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘কমপ্লিট শার্টডাউন’ কর্মসূচির ছাত্র/ছাত্রীরা বিভিন্ন কর্মসূচির লেখা সংবলিত ব্যানার নিয়ে রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ও বিটিভি ভবনের সামনে রাস্তায় অবস্থান করে। একপর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপরেই বিএনপি, জামায়াত-শিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে অজ্ঞাতনামা তিন থেকে চার হাজার কর্মী দলবদ্ধ হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। তারা পুলিশ ও আনসারের বাধা উপেক্ষা করে বিটিভি ভবনের প্রধান চারটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আতঙ্ক সৃষ্টি করে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করে।

এ সময় তারা টেলিভিশনের বিভিন্ন কর্মকর্তাদের নাম ও পদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করে প্রাণনাশের হুমকি দিতে থাকে। তারা সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা নিয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেপিআইভুক্ত বাংলাদেশ টেলিভিশনের ভবনে থাকা সরকারি মালামালের ক্ষতি সাধন করে। একপর্যায়ে পুলিশ ও বিজিবি রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাদের হামলায় বিটিভির আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়।

আবেদনে আরও বলা হয়, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সাহায্যে ঢাকার বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করা হয়। আসামিরা বিটিভির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামিরা অর্থ ও উসকানি পেয়ে এসব ঘটনা ঘটায়। তাই ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য তাদের ১০ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সেদিনের হামলায় বিটিভির পোর্টেবল ডিএসএনজি সিস্টেমের সব সম্প্রচার যন্ত্রপাতি, এসব যন্ত্রপাতি পরিবহনকাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং কেন্দ্রীয় শীতাতপব্যবস্থার ক্ষতি হয়। ১৭টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৯টি গাড়ি ভাঙচুর করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের ২১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বিটিভির মূল ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় অগ্নিসংযোগ, লুটপাট, ঢাকা কেন্দ্রের রিসিপশনে অগ্নিসংযোগ, ট্রান্সপোর্ট ভবনে অগ্নিসংযোগ, ক্যানটিনে, অডিটরিয়ামে অগ্নিসংযোগ, মেকআপ শাখা ভাঙচুর, ডিজাইন শাখার মেকআপ (ওয়ার্কশপ, স্টোর, ওয়ারড্রব ও গ্রাফিক্স রুম) রুমে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিটিভি ভবনে নাশকতায় জড়িতের শনাক্তে এ্যানীসহ ৩ জন রিমান্ডে

বিটিভি ভবনে নাশকতায় জড়িতের শনাক্তে এ্যানীসহ ৩ জন রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় গত ১৮ জুলাই বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর ২৫ জুলাই নিউ এলিফ্যান্ট রোড থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আটক করা হয়। মামলায় এ্যানীসহ তিন জনকে গ্রেফতার দেখিয়ে শনিবার (২৭ জুলাই) তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।

বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রিমান্ড যাওয়া অপর আসামিরা হলেন গোলাম দস্তগীর প্রিন্স এবং এ বি এম খালিদ হাসান।

এ্যানীর পক্ষে তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ, তাহেরুল ইসলাম তৌহিদসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৮ জুলাই বেলা সাড়ে ১১টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘কমপ্লিট শার্টডাউন’ কর্মসূচির ছাত্র/ছাত্রীরা বিভিন্ন কর্মসূচির লেখা সংবলিত ব্যানার নিয়ে রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ও বিটিভি ভবনের সামনে রাস্তায় অবস্থান করে। একপর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপরেই বিএনপি, জামায়াত-শিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে অজ্ঞাতনামা তিন থেকে চার হাজার কর্মী দলবদ্ধ হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। তারা পুলিশ ও আনসারের বাধা উপেক্ষা করে বিটিভি ভবনের প্রধান চারটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আতঙ্ক সৃষ্টি করে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করে।

এ সময় তারা টেলিভিশনের বিভিন্ন কর্মকর্তাদের নাম ও পদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করে প্রাণনাশের হুমকি দিতে থাকে। তারা সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা নিয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেপিআইভুক্ত বাংলাদেশ টেলিভিশনের ভবনে থাকা সরকারি মালামালের ক্ষতি সাধন করে। একপর্যায়ে পুলিশ ও বিজিবি রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাদের হামলায় বিটিভির আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়।

আবেদনে আরও বলা হয়, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সাহায্যে ঢাকার বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করা হয়। আসামিরা বিটিভির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামিরা অর্থ ও উসকানি পেয়ে এসব ঘটনা ঘটায়। তাই ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য তাদের ১০ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সেদিনের হামলায় বিটিভির পোর্টেবল ডিএসএনজি সিস্টেমের সব সম্প্রচার যন্ত্রপাতি, এসব যন্ত্রপাতি পরিবহনকাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং কেন্দ্রীয় শীতাতপব্যবস্থার ক্ষতি হয়। ১৭টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৯টি গাড়ি ভাঙচুর করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের ২১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বিটিভির মূল ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় অগ্নিসংযোগ, লুটপাট, ঢাকা কেন্দ্রের রিসিপশনে অগ্নিসংযোগ, ট্রান্সপোর্ট ভবনে অগ্নিসংযোগ, ক্যানটিনে, অডিটরিয়ামে অগ্নিসংযোগ, মেকআপ শাখা ভাঙচুর, ডিজাইন শাখার মেকআপ (ওয়ার্কশপ, স্টোর, ওয়ারড্রব ও গ্রাফিক্স রুম) রুমে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত