নরসিংদী কারাগার পরিদর্শন করলেন তদন্ত কমিটির প্রধান

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
নরসিংদী কারাগার পরিদর্শন করলেন তদন্ত কমিটির প্রধান
ছবি : প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটির প্রধান সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ। রোববার (২৮ জুলাই) সকালে কারাগার পরিদর্শনে আসেন তিনি।

ফারুক আহমেদ ক্ষতিগ্রস্ত কারাগারটি ঘুরে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শী, কারা কর্মকর্তা ও কারা রক্ষীদের সঙ্গে কথা বলেন।

কারাগার পরিদর্শন শেষে ফারুক আহমেদ বলেন, ‘নরসিংদী জেলা কারাগার হামলা দিন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলছি। ইতোমধ্যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক সম্পন্ন হয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছি। তদন্ত শেষে আরো বিস্তারিত বলা যাবে।’

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেত তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, জেল সুপার শামিম ইকবাল প্রমুখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নরসিংদী কারাগার পরিদর্শন করলেন তদন্ত কমিটির প্রধান

নরসিংদী কারাগার পরিদর্শন করলেন তদন্ত কমিটির প্রধান
ছবি : প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটির প্রধান সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ। রোববার (২৮ জুলাই) সকালে কারাগার পরিদর্শনে আসেন তিনি।

ফারুক আহমেদ ক্ষতিগ্রস্ত কারাগারটি ঘুরে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শী, কারা কর্মকর্তা ও কারা রক্ষীদের সঙ্গে কথা বলেন।

কারাগার পরিদর্শন শেষে ফারুক আহমেদ বলেন, ‘নরসিংদী জেলা কারাগার হামলা দিন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলছি। ইতোমধ্যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক সম্পন্ন হয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছি। তদন্ত শেষে আরো বিস্তারিত বলা যাবে।’

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেত তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, জেল সুপার শামিম ইকবাল প্রমুখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত