হবিগঞ্জে টিসিবির পণ্য নিয়ে কারসাজি হলে এমপির শাস্তির হুঁশিয়ারি

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
হবিগঞ্জে টিসিবির পণ্য নিয়ে কারসাজি হলে এমপির শাস্তির হুঁশিয়ারি
ছবি : প্রতিনিধি

হবিগঞ্জে সাশ্রয়ী মূল্যের টিসিবির পণ্য নিয়ে কারসাজি করলে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য আবু জাহির। রোববার (২৮ জুলাই) সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদ চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

আবু জাহির বলেন, মানুষ যাতে সহজে খাবার পায় এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাশ্রয়ী মূল্যে পণ্য সহায়তা দিচ্ছেন। মানুষের এ পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীরা যদি খাদ্য মজুদসহ কারসাজি করে, তবে তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে।

উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা আপনাদের দুঃসময়ে পাশে থাকেন। এজন্য সাশ্রয়ী মূল্যে পণ্য সহায়তা দিচ্ছেন। পণ্য গ্রহণের পর যদি আপনারা বাজারে বিক্রি করেন, আর প্রশাসন প্রমাণ পায়; তাহলে আপনাদের কার্ড বাতিল করা হবে।

পরে এমপি আবু জাহির ৮৮৬টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রত্যেক পরিবারকে প্রতি লিটার ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল ও ৩০ টাকা কেজি দরে ৫ কেজি সেদ্ধ চাল দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, রিচি ইউনিয়ন পরিষদের সচিব জেসমিন আক্তার, ট্যাগ অফিসার আক্কাছ উদ্দিন, ইউপি সদস্য আব্দাল উদ্দিন খান প্রমুখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

হবিগঞ্জে টিসিবির পণ্য নিয়ে কারসাজি হলে এমপির শাস্তির হুঁশিয়ারি

হবিগঞ্জে টিসিবির পণ্য নিয়ে কারসাজি হলে এমপির শাস্তির হুঁশিয়ারি
ছবি : প্রতিনিধি

হবিগঞ্জে সাশ্রয়ী মূল্যের টিসিবির পণ্য নিয়ে কারসাজি করলে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য আবু জাহির। রোববার (২৮ জুলাই) সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদ চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

আবু জাহির বলেন, মানুষ যাতে সহজে খাবার পায় এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাশ্রয়ী মূল্যে পণ্য সহায়তা দিচ্ছেন। মানুষের এ পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীরা যদি খাদ্য মজুদসহ কারসাজি করে, তবে তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে।

উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা আপনাদের দুঃসময়ে পাশে থাকেন। এজন্য সাশ্রয়ী মূল্যে পণ্য সহায়তা দিচ্ছেন। পণ্য গ্রহণের পর যদি আপনারা বাজারে বিক্রি করেন, আর প্রশাসন প্রমাণ পায়; তাহলে আপনাদের কার্ড বাতিল করা হবে।

পরে এমপি আবু জাহির ৮৮৬টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রত্যেক পরিবারকে প্রতি লিটার ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল ও ৩০ টাকা কেজি দরে ৫ কেজি সেদ্ধ চাল দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, রিচি ইউনিয়ন পরিষদের সচিব জেসমিন আক্তার, ট্যাগ অফিসার আক্কাছ উদ্দিন, ইউপি সদস্য আব্দাল উদ্দিন খান প্রমুখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত