লর্ডস ও নটিংহ্যামের পর বার্মিংহ্যামেও ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা দিলো না ইংল্যান্ড। তৃতীয় দিন শেষ না হতেই ১০ উইকেটের দাপুটে জয় পেলো তারা। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ইংলিশরা।
ওয়েস্ট ইন্ডিজের ২৮২ রানের জবাবে প্রথম ইনিংসে ৫৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ইংল্যান্ড। জো রুট, বেন স্টোকস, জেমি স্মিথ ও ক্রিস ওকসের হাফ সেঞ্চুরিতে তারা ঘুরে দাঁড়ায় এবং ৯৪ রানের লিড নেয়।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ২ উইকেটে ৩৩ রানে। তৃতীয় দিন খেলতে নেমে শুরুতেই আলিক আথানেজ উইকেট হারালেও মিকাইল লুইস ও কাভিম হজের ব্যাটে বড় ইনিংসের আভাস দেয় উইন্ডিজ।
তারা দুজনে মিলে ৭২ রান করেন। লাঞ্চের আগে এই জুটি ভেঙে যায়। মিকাইল ৯৫ বলে ৫৭ রান করেন। পাঁচ উইকেটে ১৫১ রানে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে ক্যারিবিয়ানরা। তারপর শুধুই ব্যাটারদের আসা-যাওয়া। আর ২৪ রানেই অলআউট হয়ে যায় অতিথিরা। কাভিম করেন ৫৫ রান।
১৭৫ রানে উইন্ডিজকে অলআউট করতে মার্ক উড এই ইনিংসে ১৪ ওভারে ৪০ রান খরচায় পাঁচ উইকেট নেন। দুটি উইকেট পান গাস অ্যাটকিনসন।
মাত্র ৮২ রানের লক্ষ্যে নেমে আগ্রাসী ব্যাটিং করে ইংল্যান্ড। ৪.২ ওভারে দ্রুততম টেস্ট ফিফটির রেকর্ড ছোঁয় তারা। ৭.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। বিনা উইকেটে করে ৮৭ রান। হাতে আঘাত পাওয়ায় জ্যাক ক্রলিকে বসিয়ে ওপেনিং জুটিতে বেন ডাকেটের সঙ্গে মাঠে নামেন বেন স্টোকস। ২৮ বলে ১০ চার ও ১ ছয়ে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। তার আগে টেস্টে ইয়ান বোথামকে পেছনে ফেলে ২৪ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন স্টোকস। ২৫ রান করেন ডাকেট।
উড দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা। ৪৪ রান করার পাশাপাশি ২২ উইকেট নিয়ে সিরিজের সেরা অ্যাটকিনসন।
ইংল্যান্ড ২১ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের হোম সিরিজ খেলবে। দেশে ফিরে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকাকে দুই টেস্টের সিরিজে স্বাগত জানাবে ক্যারিবিয়ানরা।