বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে সংঘর্ষ, আটক ১৩

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে সংঘর্ষ, আটক ১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বরিশাল নগরীতে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১০ শিক্ষার্থী এবং ৩ সাংবাদিক আহত হয়েছেন। পরে পুলিশ ১৩ শিক্ষার্থীকে আটক করে। সংঘর্ষ চলাকালে সদর রোডে যানবাহন চলাচল বন্ধ ছিল।

বুধবার (৩১ জুলাই) নগরীর অশ্বনী কুমার হল এবং আদালতের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত সাংবাদিকরা হলেন- যমুনা টিভির ক্যামেরাপারসন হৃদয়, দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার শামীম আহমেদ ও বার্তা ২৪-এর বরিশাল প্রতিনিধি তুহিন।

বরিশাল কোতয়ালী থানা সূত্র জানায়, আটককৃতরা শিক্ষার্থীরা হলেন- হাসিবুল্লাহ, নাঈম খান, রাশেদুল হাসান, নাঈম শিকদার, শাহেদ, ইমন, শিহাব, মহিউদ্দিন, আরাফাত, হুজাইফা রহমতুল্লাহ, তানমিন, অর্পিতা ও লামিয়া।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের জন্য আজ সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ফকিরবাড়ি রোড থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন তারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ফজলুল হক এভিনিউস্থ জেলা ও দায়রা জজ আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা নগর ভবনের দিকে যেতে থাকলে পুলিশ ধাওয়া দিয়ে সবাইকে সরিয়ে দেয়। পরে আবারও জড়ো হলে দুপুর পৌনে ১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করতে থাকে।

এক পর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় কিছু ছাত্রী সড়কে অবস্থান নেন। পরে অতিরিক্ত নারী পুলিশ এসে ছাত্রীদের মধ্যে কয়েকজনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। কয়েকজন ছাত্রকেও আটক করে পুলিশ। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ১০ জন শিক্ষার্থী ও তিন সাংবাদিক আহত হয়েছেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিবাবক আসলে বাকি দুই জনকে ছেড়ে দেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে সংঘর্ষ, আটক ১৩

বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে সংঘর্ষ, আটক ১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বরিশাল নগরীতে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১০ শিক্ষার্থী এবং ৩ সাংবাদিক আহত হয়েছেন। পরে পুলিশ ১৩ শিক্ষার্থীকে আটক করে। সংঘর্ষ চলাকালে সদর রোডে যানবাহন চলাচল বন্ধ ছিল।

বুধবার (৩১ জুলাই) নগরীর অশ্বনী কুমার হল এবং আদালতের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত সাংবাদিকরা হলেন- যমুনা টিভির ক্যামেরাপারসন হৃদয়, দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার শামীম আহমেদ ও বার্তা ২৪-এর বরিশাল প্রতিনিধি তুহিন।

বরিশাল কোতয়ালী থানা সূত্র জানায়, আটককৃতরা শিক্ষার্থীরা হলেন- হাসিবুল্লাহ, নাঈম খান, রাশেদুল হাসান, নাঈম শিকদার, শাহেদ, ইমন, শিহাব, মহিউদ্দিন, আরাফাত, হুজাইফা রহমতুল্লাহ, তানমিন, অর্পিতা ও লামিয়া।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের জন্য আজ সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ফকিরবাড়ি রোড থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন তারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ফজলুল হক এভিনিউস্থ জেলা ও দায়রা জজ আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা নগর ভবনের দিকে যেতে থাকলে পুলিশ ধাওয়া দিয়ে সবাইকে সরিয়ে দেয়। পরে আবারও জড়ো হলে দুপুর পৌনে ১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করতে থাকে।

এক পর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় কিছু ছাত্রী সড়কে অবস্থান নেন। পরে অতিরিক্ত নারী পুলিশ এসে ছাত্রীদের মধ্যে কয়েকজনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। কয়েকজন ছাত্রকেও আটক করে পুলিশ। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ১০ জন শিক্ষার্থী ও তিন সাংবাদিক আহত হয়েছেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিবাবক আসলে বাকি দুই জনকে ছেড়ে দেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত