ছাত্র হত্যার প্রতিবাদে প্রতীকী কফিন নিয়ে উদীচীর সমাবেশ

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ছাত্র হত্যার প্রতিবাদে প্রতীকী কফিন নিয়ে উদীচীর সমাবেশ
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র হত্যার প্রতিবাদে প্রতীকী কফিন সামনে রেখে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠীর নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরুতে কোনো সিদ্ধান্ত না দিয়ে সময়ক্ষেপণ করার পর ছাত্রদের হত্যা করার মধ্যে দিয়ে এটিকে সাধারণ মানুষের আন্দোলনে রূপ দিয়েছে সরকার।

ছাত্র হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সকলকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন উদীচীর নেতারা। এই আন্দোলনে লাখ লাখ ছাত্রকে রাজাকার বলে যে কটূক্তি করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে উদীচী। মিথ্যা তথ্য ছড়ানো এবং ছাত্র হত্যার জন্য সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মনে করেন উদীচীর নেতারা।

সমাবেশে উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রামশেদ আনোয়ার তপন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডের দায় সরকারের। সরকারপ্রধান হিসেবে এই হত্যাকাণ্ডের দায় কাঁধে নিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ছাত্র হত্যার প্রতিবাদে প্রতীকী কফিন নিয়ে উদীচীর সমাবেশ

ছাত্র হত্যার প্রতিবাদে প্রতীকী কফিন নিয়ে উদীচীর সমাবেশ
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র হত্যার প্রতিবাদে প্রতীকী কফিন সামনে রেখে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠীর নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরুতে কোনো সিদ্ধান্ত না দিয়ে সময়ক্ষেপণ করার পর ছাত্রদের হত্যা করার মধ্যে দিয়ে এটিকে সাধারণ মানুষের আন্দোলনে রূপ দিয়েছে সরকার।

ছাত্র হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সকলকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন উদীচীর নেতারা। এই আন্দোলনে লাখ লাখ ছাত্রকে রাজাকার বলে যে কটূক্তি করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে উদীচী। মিথ্যা তথ্য ছড়ানো এবং ছাত্র হত্যার জন্য সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মনে করেন উদীচীর নেতারা।

সমাবেশে উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রামশেদ আনোয়ার তপন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডের দায় সরকারের। সরকারপ্রধান হিসেবে এই হত্যাকাণ্ডের দায় কাঁধে নিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত