খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে খুলনার জিরো পয়েন্টে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে দুই পক্ষের সংঘর্ষ শরু হয়।

জানা গেছে, শিক্ষার্থীরা বিকেলে মিছিল নিয়ে নগরীর গল্লামারী এলাকায় পৌঁছান। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ পিছু হটে। শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেয়। সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এরপর শিক্ষার্থীরা আবারো জিরোপয়েন্টে অবস্থান নেন। পুলিশ রূপসা সেতু বাইপাসের দুই পাশে অবস্থান নেয়।

এ বিষয়ে জানতে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম এবং হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কল রিভিস করেননি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে খুলনার জিরো পয়েন্টে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে দুই পক্ষের সংঘর্ষ শরু হয়।

জানা গেছে, শিক্ষার্থীরা বিকেলে মিছিল নিয়ে নগরীর গল্লামারী এলাকায় পৌঁছান। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ পিছু হটে। শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেয়। সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এরপর শিক্ষার্থীরা আবারো জিরোপয়েন্টে অবস্থান নেন। পুলিশ রূপসা সেতু বাইপাসের দুই পাশে অবস্থান নেয়।

এ বিষয়ে জানতে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম এবং হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কল রিভিস করেননি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত