গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ‘আমরা জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক নিরপেক্ষ কমিশনের মাধ্যমে এই হত্যাযজ্ঞের তদন্ত এবং বিচার দাবি করছি। এর বাইরে তদন্তের নামে কোনও ধরনের প্রহসন দেশের মানুষ গ্রহণ করবে না।’
শুক্রবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঞ্চের ছয় শীর্ষ নেতা আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং হাসনাত কাইয়ূম এ কথা বলেন।
বিবৃতিতে শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি আবারও পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়।
বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত দেশের জনগণ লড়াই চালিয়ে যাবে। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পদত্যাগ ছাড়া অন্য কোনও পথ নেই।
অনতিবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছে গণতন্ত্র মঞ্চ।